ইলিশ ধরা শুরু : ভোলায় ৪৫২টি অভিযানে প্রায় ৪৫৫জন জেলে আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ইলিশ ধরা শুরু : ভোলায় ৪৫২টি অভিযানে প্রায় ৪৫৫জন জেলে আটক
সোমবার, ২৩ অক্টোবর ২০১৭



---স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী ডেক্স।।
২২ দিনের (১-২২ অক্টোবর) মা-ইলিশ সংরক্ষণ মৌসুম। মৎস্য কর্মকর্তারা বলছেন, এবারের এই অভিযান ৯০ ভাগ সফল হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে ১০ ভাগ সফল হয়নি বলে জানান তাঁরা। তবে জেলেরা অনেক সচেতন হয়েছেন।
রোববার সরেজমিন দেখা যায়, জেলেরা নদীর তীরে তীরে জাল ও সরঞ্জাম গোছাচ্ছেন। ২২ দিন বন্ধ থাকার পর গতকাল দিবাগত রাত ১২ টা থেকে নদীতে মাছ ধরতে নামবেন জেলেরা।
তবে জেলেরা অভিযোগ করেন, অভিযান চলাকালীন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও চাল পাননি তারা। অন্তত ৫০ জন জেলে জানান তাঁরা চাল পাননি। অভাবে অনাহারে তাঁদের দিন কেটেছে। এ সময়ে ঋণ হয়েছে অনেক। অভিযান শেষ হওয়ার পর চাল দিয়ে কী করব- এমন আক্ষেপ করেন অনেক জেলে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন, আজকের (রোববার) মধ্যে জেলেদের মধ্যে চাল বিতরণ করা শেষ হবে।
অভিযানের বিষয়ে ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তাঁর উপজেলায় তিনটি নদী। অভিযান চলাকালীন সময়ে আইন অমান্য করে মোট জেলের এক ভাগ মাছ ধরতে নেমেছিলেন। যারা নেমেছিলেন তাঁদের ৭৫ ভাগ জেলেকেই আটক করা হয়েছে। এ সফলতার কারণ জেলেদের মধ্যে সচেতনতা ও দ্রুতগামী স্পিডবোট। আরও লোকবল ও স্পিডবোটের প্রয়োজন ছিল বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলা সদরে অভিযান ভালো হলেও অন্যান্য উপজেলায় অভিযান ভালো হয়নি। তবে চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা পলাশ কুমার হালদার বলেন, সাগর মোহনাসহ তাঁর উপজেলায়ও তিনটি নদী আছে। এখানে আরও দ্রুতগামী স্পিডবোট ও মৎস্য বিভাগের নিজস্ব লোকবল প্রয়োজন ছিল। তবে জেলেরা সচেতন হওয়ার কারণে অভিযান সফল হয়েছে।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম বলেন, রোববার পর্যন্ত মোট ৪৫২টি অভিযান চালিয়েছে মৎস্য কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও পুলিশ। এসব অভিযানে প্রায় ৪৫৫ জন জেলেকে আটক করা হয়েছে। মামলা হয়েছে ১২৭টি, ভ্রাম্যমাণ আদালত বসেছে ১৮৫টি, জেল হয়েছে ১৮০ জনের। জরিমানা করা হয়েছে মোট ৬ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার। ২২ দিনের অভিযানে ৩ হাজার ১১৪ কেজি ইলিশ, ৩৩টি ট্রলার ও ৭ লাখ ৭৭ হাজার ৬০০ মিটার জাল জব্দ হয়েছে। জেলা কর্মকর্তা আরও বলেন, এ বছর জেলেরা সচেতন হওয়ার কারণে অভিযান ৯০-৯২ ভাগ সফল হয়েছে বলে বলা যায়।
এদিকে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, ইলিশ সম্পদ রক্ষায় গঠিত জেলা-উপজেলা টাস্কফোর্স এবার চাঁদপুরের পদ্মা-মেঘনায় ১০০টি অভিযান পরিচালনা করে ১১৮ জন জেলেকে আটক করে। এর মধ্যে ১৪৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বাকি ২৮ জন জেলের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় ৭ লাখ ৬৪ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ২ হাজার ৪০০ কেজি ইলিশ। মামলা দায়ের করা হয়েছে ১০৭টি। নিষেধাজ্ঞার ২২ দিনের জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৬ হাজার ৫৭৫জন জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া কার্যক্রম এখনো চলমান রয়েছে। এ ছাড়া বিকল্প কর্মসংস্থান হিসেবে ৯৬০জন জেলেকে পশু পালনের জন্য ছাগল ও সেলাই মেশিন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ৯:২৬:২৮   ২০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ