ভোলায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বাল্য বিবাহ নিরোধ দিবস পালিত
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



---

ইয়াছিনুল ঈমন ।।ভোলাবাণী।। ভোলা প্রতিনিধি। ভোলায় জেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমী ভোলা ও ভোলা জেলা এনসিটিএফ এর আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস ২০১৭ পালিত হয়েছে।১২ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ শিশু একাডেমী ভবনের সামনে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।মানববন্ধনে অংশগ্রহন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলা, মহিলা বিষয়ক সংস্থা ভোলা, ব্রাক ভোলা।পরে মানববন্ধন শেষে শিশু একাডেমী হলরুমে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুনেছা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, ব্রাক ভোলা জেলা প্রতিনিধি আশরাফুল আলম, এনসিটিএফ ভোলার জেলা সমন্ময়কারী আদিল হোসেন তপু, এনসিটিএফ ভোলার সভাপতি ইব্রাহিম খলিল অপু, সম্পাদক শারমিন বর্ষা, যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান শান্ত, শিশু সাংবাদিক গোপাল চন্দ্র দে ও সানজিদা হোসেন এশা, এনসিটিএফ সদস্য ইসরাত জাহান চাঁদনী সহ অনান্য এনসিটিএফ সদস্য সহ আগত বিভিন্ন অতিথি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, ১৮ বছরের আগে কোন মেয়ে এবং ২১ বছরের আগে কোন ছেলেকে বিয়ে দেওয়াকে বাল্য বিবাহ বলে। বাল্য বিয়ে একটি সামাজিক অভিশাপ। এর কোন সুফল নেই। কোন মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অর্থ তার জীবন নষ্ট করে দওয়া। একটি অপূর্ন বয়স্ক মায়ের কাছ থেকে যে সন্তান জন্ম নেয় সে অপুষ্ট হয়। তার মধ্যে থাকে প্রতিবন্ধকতা।এসময় বক্তারা শিক্ষর্থীওে বলেন তাদের বা আশে পাশের কোন মেয়েকে যদি বাল্য বিয়ে দেওয়ার চেষ্টা কারা হয় তবে তার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কারো বাল্য বিয়ে হলে সরকারী ফ্রি হেল্পলাইন ১০৯ বা ইউনিসেফের হেল্পলাইন ১০৯৮ এ কল করে তথ্য প্রদান করলে ঐ বাল্য বিয়ে প্রশাসন বন্ধ করবে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩৪   ১৭৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ