ঢাকা টু মনপুরা নৌ রুটে নতুন লঞ্চ এম.ভি তাসরিফ -২ চালু ॥ যাত্রী-ব্যাবসায়ীদের মাঝে খুশির আমেজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা টু মনপুরা নৌ রুটে নতুন লঞ্চ এম.ভি তাসরিফ -২ চালু ॥ যাত্রী-ব্যাবসায়ীদের মাঝে খুশির আমেজ
বুধবার, ১১ অক্টোবর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ঢাকার সদর ঘাট হতে সন্ধা ৬টায় চালু হয়েছে ঢাকা টুমনপুরা হাতিয়া নতুন লঞ্চ এম ভি তাসরিফ -২। ভোলার বিশ্বরোড,দৌলতখান,হাকিমউদ্দিন,তজুমুদ্দিন,মনপুরা ও হাতিয়ার মানুষের দীর্ঘ দিনের দাবী পুরন হয়েছে। এসব উপজেলার মানুষের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ১টি লঞ্চ ছেড়ে আসবে ।আবার ঐ দিনেই হাতিয়া থেকে দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে অন্য একটি লঞ্চ ছেড়ে আসবে। নতুন লঞ্চ চালু হওয়ায় মনপুরা ও হাতিয়া থেকে একই দিনে প্রতিদিন ২টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আবার একই দিনে মনপুরা ও হাতিয়া রউদ্দেশ্যে ২টি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসবে।ভোক্তভোগী মানুষ দীর্ঘদিন পর লঞ্চ স্টাফদের হাত থেকে মুক্তি পেয়েছে। ভোক্তভোগী যাত্রীরা অভিযোগ করে বলেন,দীর্ঘদিন ধরে মেসার্স আগারগাও নেভিগেশন এর মালিক গোলাম কিবরিয়া টিপু একক আধিপত্য বিস্তার করে আসছে। এইরুটে অন্য কোন মালিকের যাত্রীবাহি লঞ্চ না থাকায় লঞ্চের স্টাফরা যাত্রীদের সাথে প্রায় অসৈজন্য মূলক আচরন করার অভিযোগ পাওয়া গেছে। লঞ্চ স্টাফরা যাত্রীদের সাথে খুবই খারাপ আচরন করত। ভাড়া আদায়ের সময় অনেক যাত্রীকে মারধর করার ও বহু অভিযোগ পাওয়া গেছে। এই রুটে অন্য লঞ্চ না থাকায় মুখ বুঝে সহ্য করতে হয়েছে লঞ্চ স্টাফদের খারপ আচরন।
অভিযোগ করেও কোন বিচার পাইনি। যাত্রীরা ছিল লঞ্চের কাছে জিম্মী।এই রুটে নতুন লঞ্চের জন্য মনপুরা,হাতিয়া ও দোলতখান বাসীরা একাধিকবার মানববন্ধন করেছে।লঞ্চ ২টি অনেক আগে নির্মান করা হলেও টিপু কোম্পানীর কারনে এই রুটে আসতে পারেনি। সকল জল্পনা কল্পনা শেষে অবশেষে নতুন লঞ্চ এই রুটে চালু হওয়ায় যাত্রীসহ ব্যবসায়ীরা অনেক খুশি। ব্যবসায়ীরা এখন দ্রুত তাদের মালামাল নিয়ে পৌছতে পারবেন। তাদের মাঝি স্বঃ স্তি ফিরেএসেছে। তারা আর স্টাপদের হাতে নাজেহাল হতে হবে না।দক্ষিাণাঞ্চল মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌযান।এই লঞ্চ ছাড়া যাতায়াতের কথা ভাবাই যায়না।মনপুরা ও হাতিয়ায় নতুন লঞ্চ ২টি যুক্ত হওয়ায় যাত্রীরা আনন্দিত। এম.ভি তাসরিফ -২ লঞ্চের সুপার ভাইজার মোঃ জাহাঙ্গীর বলেন, ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় মনপুরা হয়ে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে এসেছি। আল্লাহর রহমতে সকাল সকাল মনপুরাও হাতিয়া পৌছব। তাসরিফ -১ এর সুপার ভাইজার মোঃফারুক বলেন বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে মনপুরা ও হাতয়িার উদ্দেশ্যে ছেড়ে যাব। হাতিয়া থেতে দুপুর ১ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব। এ লঞ্চ ২টি পরিচালনার দায়িত্ব নিয়েছেন মেসার্স ফেয়ারী শিপিং লাইন্স।

বাংলাদেশ সময়: ৯:৪৩:২১   ৩৯৪২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ