মনপুরায় গো-খাদ্যের ট্রলার ডুবি, কোষ্টগার্ড কর্তৃক ৮ জন উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় গো-খাদ্যের ট্রলার ডুবি, কোষ্টগার্ড কর্তৃক ৮ জন উদ্ধার
রবিবার, ৮ অক্টোবর ২০১৭



মনপুরায় গোৗ –খাদ্যসহ ডুবে যাওয়া ট্রলারে উদ্ধারকৃত ৮ জন।

মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ ভোলার মনপুরার মেঘনায় প্রবল ¯্রােতের কবলে পড়ে গো-খাদ্য (ঘাস/ উড়ি) বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৮জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। ট্রলার ডুবির ঘটনা কোষ্টগার্ড জানতে পেরে বিকেল ৫ টায় উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নিখোঁজ ৮ জনকে কোস্টগার্ড উদ্ধার করে।

রবিবার সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পশ্চিম পাশে চর নজরুল থেকে গবাধি পশুর গো-খাদ্য (ঘাস/উড়ি) বোঝাই ট্রলার ফেরার পথে চর শাসুদ্দিন সংলগ্ন পূর্বপাশের মেঘনায় এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত কৃষকরা হলেন, রাশেদ, ভারত চন্দ্র দাস, নির্মল ঠাকুর, শফিউল্লাহ, দিলিপ, নুরুল ইসলাম, কাশেম, যাদব চন্দ্র দাস। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর ও চরযতিন গ্রামে।

উদ্ধারকৃত রাশেদ, ভারত চন্দ্র দাস, শফি উল্লাহ জানান, চর নজরুল থেকে ট্রলারে ঘাস বোঝাই করে ফেরার পথে প্রবল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে কোষ্টগার্ড আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

মনপুরা মৎস্য অভিযানে দায়িত্বে থাকা কোস্টগার্ডে কন্টিজেন্ট কমান্ডার মোঃ মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত কোস্টগার্ডের টিম ডুবে যাওয়া ট্রলারটি সহ ৮ জনকে নদী ও বিভিন্ন চর থেকে বিকেল ৫ টায় উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃতদের হাজিরহাট ঘাটে এনে আতœীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯:০৬:৩৩   ১৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ