বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ

প্রথম পাতা » জাতীয় » ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ
বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭



---

।।ভোলাবাণী।। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এবারের ফিরতি হজ ফ্লাইট শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার রাতে। আজ মোট সাতটি ফিরতি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে হজ ফ্লাইটের সমাপ্তি টানবে এয়ারলাইন্সটি।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলতার সঙ্গে তার লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত হজযাত্রী পরিবহন করে। সর্বমোট ৬৪ হাজার ৮৭৩ জন হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দেয় বিমান। যদিও বিমানের হজযাত্রী পরিবহনের পূর্বনির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬৩ হাজার ৫৯৯। হজ ফ্লাইটের ক্রান্তিকালে মানবিক দিককে সামনে রেখে বিমান অতিরিক্ত ১ হাজার ২৭৪ জন হজযাত্রী পরিবহন করে।
সূত্র জানায়, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সর্বমোট ১ লাখ ২ হাজার ৭০৮ জন হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সযোগে ৫৪ হাজার ৩৬ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সযোগে ৪৮ হাজার ৭২০ জন হজযাত্রী দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ বছর হজে গিয়ে সৌদি আরবে মোট ১৫২ জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ১১৯ এবং নারী ৩৩ জন। মক্কায় ১০৬ জন, মদিনায় ২৪, জেদ্দায় ছয় এবং মিনায় ১৬ জন ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৪৬   ১৪৯ বার পঠিত  |