ভোলায় ১০২মন্ডপের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ন, প্রশাসনের ৪ স্তরের নিরাপত্তা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ১০২মন্ডপের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ন, প্রশাসনের ৪ স্তরের নিরাপত্তা
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭



---

ছোটন সাহা ।।ভোলাবাণীবিশেষ প্রতিনিধি: ভোলায় শান্তিপূর্ন পরিবেশে পরিবেশে সনাতন ধর্মলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ডপগুলোতে ৪ স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে জেলার ১০৩টি মন্ডপের মধ্যে একটি পুজা মন্ডপে পুজা স্থগিত করা হয়েছে। ফলে এ বছর পুজা হচ্ছে ১০২টি। জেলা গোয়েন্দা শাখার দেয়া তথ্যে জানা গেছে, ১০২ মন্ডপের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ৪৮টি মন্ডপকে অধিক গুরুপ্তপূর্ন বা ঝুঁকিপূর্ন ঘোষনা করা হয়েছে। ঝুঁকিপূর্ন মন্ডপগুলোর মধ্যে জেলা সদরের ২৫টির মধ্যে ৮টি, দৌলতখানের ৬টির মধ্যে ৬টি, বোরহানউদ্দিন উপজেলার ২০টি মন্ডপের মধ্যে ২০টি, লালমোহন উপজেলায় ১৮টির মধ্যে ৩টি, চরফ্যাশনে ১১টি মধ্যে ৪টি, তজুমদ্দিন উপজেলায় ১২টির মধ্যে ২টি এবং মনপুরা উপজেলায় ৯টির মন্ডপের মধ্যে ৫টি মন্ডপ অধিক ঝুকিপূর্ন।
জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে জানান, শান্তিপূর্ন পুজা অনুষ্ঠানের লক্ষ্যে ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বছর জেলার ১০২টি পুজা মন্ডপের মধ্যে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ৮টি নিয়ন্ত্রন কক্ষ ও ১২টি ভিভিলেন্স টিম গঠন করা হয়েছে। গত বছরের তুলানায় এ বছর উৎসবমুখর পরিবেশে পুজা অনুষ্ঠিত হবে বলে আশা রাখছি, তবে আমরা ১০২টি মন্ডপকে নিরাপদ এবং অধিক ঝুকিপূর্ন দুটো হিসাবেই দেখছি’।
তিনি আরো বলেন, এ বছর ভোলা সদরের ২৫টি মন্ডপে গড়ে ৪০ হাজার টাকা করে বরাদ্দ দেয়ার ঘোষনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের জন্য গড়ে ৫০০ কেজি করে চাল এবং পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১৩টি মন্ডপে গড়ে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
ভোলার পুলিশ সুপার মো: মোকতার হোসেন জানান, সুষ্ঠভাবে পুজা অনুষ্ঠানের লক্ষ্যে মন্ডপগুলোতে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্ডপে স্থানী ফোর্স ছাড়াও সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিএসবি, ডিবি এবং জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ মোতায়েন থাকবে এছাড়াও নিয়োজিত থাকবে মোবাইল টিম।
এদিকে জেলার পুজা মন্ডপগুলোকে নান্দনিক আলোকসজ্জা আর বাহারি রংয়ে সাজানো। নির্মান করা হয়েছে মনোমুগ্ধকর গেইট আর নানা রংয়ের বাহারি কারুকার্যের ডেকারেটর। মন্ডপের প্রতিমাগুলোতেও রং তুলির কাজ সমাপ্ত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব।

বাংলাদেশ সময়: ১৭:০০:১২   ১৫১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন

আর্কাইভ