মনপুরার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, এক জেলে অপহরন।।৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী

প্রথম পাতা » ব্রেকিংনিউজ » মনপুরার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুদের হামলা, এক জেলে অপহরন।।৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭



---মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥

ভোলার মনপুরার চরনিজাম সংলগ্ন মেঘনায় জেলে ট্রলারে হামলা চালিয়ে ১জেলেকে অপহৃত করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু বাহিনী। মঙ্গলবার রাত ১ টায় ১০/১৫ জনের সংঘবদ্ধ জলদস্যু বাহিনী জেলেদের উপর এই হামলা চালায়। পরিবার সূত্রে জানা গেছে,অপহৃত জেলে পরিবারের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবী করেছে দস্যুরা। অপহৃত জেলে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন চেষ্ঠা করে যাচ্ছেন।

ঘটনা ও স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে,প্রতিদিনকার ন্যায় আবু তাহের মাঝি চরনিজাম সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য মেঘনায় জাল ফেলে। জাল টানা শেষে পর্যায়ে তারা দেখতে পায় একটি বড় ফিসিং বোটে ১০/১৫ জনের একদল জলদস্যু বাহিনী অ¯্র তাক করে তাদের ঘিরে ফেলে। হাতিয়ার জলদস্যু বাহিনী আবু তাহের মাঝির জেলে ট্রলারে হামলা চালায়। এই সময় দস্যু বাহিনী ট্রলারে থাকা জেলেদের বেধড়ক মারধর করে আবু তাহের মাঝিকে অপহরন করে নিয়ে যায়। এছাড়াও দস্যু বাহিনী ওই সময় মাছ ধরা অবস্থায় অন্যান্য ট্রলারে হামলা চালানোর খবর পাওয়া গেছে। অপহৃত জেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের মাঝি।

জেলেদের উপর জলদস্যুদের হামলা ও অপহরনের ঘটনা নিশ্চিত করেন অপহৃত মাঝির আড়তদার জানান, মঙ্গলবার রাত ১ টায় মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার জলদস্যু বাহিনী হামলা চালিয়ে আবু তাহের মাঝিকে অপহরন করে নিয়ে যায়। মাঝির পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লক্ষ টাকা দাবী করছে জলদস্যুরা। এছাড়াও এই ঘটনা ও মোবাইল নাম্বার পুলিশকে জানালে আবু তাহের মাঝিকে মেরে ফেলার হুমকি দেন জলদস্যুরা। ভয়ে কোন জেলে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। জলদস্যুদের ভয়ে জেলেরা আতংকে আছেন। প্রশাসনের কাছেও মুখ খুলতে নারাজ জেলেরা।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, জেলে ট্রলারে হামলা ও অপহরনের ঘটনা শুনেছি। অপহৃত জেলেকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এই রির্পোট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১১টা )অপহৃত জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি

বাংলাদেশ সময়: ১৪:৪১:১৬   ৯০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ব্রেকিংনিউজ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥

আর্কাইভ