রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং: ভোলায় পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং ; অতিষ্ট জনজীবন

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং: ভোলায় পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং ; অতিষ্ট জনজীবন
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭



---

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলায় পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে। ভোলা জেলার সকল উপজেলায় পল্লী বিদ্যুৎ রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পল্লী গ্রাহকরা। এছাড়া বেশির ভাগ সময় কারনে অকারনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং চলছে। এতে অতিষ্ট হয়ে উঠছে পল্লী গ্রাহকরা।
সূত্রমতে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর প্রাকৃতিক গ্যাস দিয়ে ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি ভোলা সদরে আরোও ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ওই উৎপাদিত বিদ্যুৎ বরিশাল অঞ্চল সহ কয়েকটি জেলায় সুফল পেলেও সুফল পাচ্ছে না এ জেলার লাখ লাখ মানুষ। এ উপজেলায় বিদ্যুৎ উৎপাদিত হলেও পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জন জীবন বিপযস্ত হয়ে পড়ছে।
উপজেলায় গত ১ মাস ধরে পল্লী বিদ্যুতের চলছে ঘন ঘন লোডশেডিং। দিন-রাতে বিদ্যুৎ যাওয়া আসার খেলা চলছে অসংখ্যবার। দিনে গড়ে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ থাকলেও সন্ধ্যার পর অন্ধকারে থাকে পুরো উপজেলা। রাতে ১ ঘন্টা বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং চলছে। আকাশে মেঘ দেখলেই বন্ধ করে দেয়া হয় বিদ্যুৎ সংযোগ এমনি অভিযোগ তুললেন ভুক্তভোগিরা।
এদিকে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের বৈদ্যুতিক সেবা দিতে ব্যর্থ হলেও থেমে নেই নতুন সংযোগ দেয়ার কার্যক্রম।
এব্যাপারে পল্লী গ্রাহক বোরহানউদ্দিনের যুগান্তর প্রতিনিধি নীল রতন অভিযোগ করে বলেন, ভোলায় ২২৫ ও ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এসকল বিদ্যুৎ বরিশাল বিভাগ সহ বিভিন্ন উপজেলার লোকজন সুফল পেলেও আমরা এর থেকে বঞ্চিত। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে থাকতে হয়। প্রচন্ড গরম আমরা অতিষ্ট কিন্তু আমরা দিন রাতে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না। কিন্তু এতে মাথা ব্যথা নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। তাদেরকে একাধিক ফোনে অভিযোগ করেও কোন সুফল পাচ্ছি না। সঠিক সেবা না দিলেও বিদ্যুৎ বিল সঠিক সময় দিতে ভুল করে না তারা।
এব্যাপারে পল্লী গ্রাহক দৌলতখান উপজেলার ওমর ফারুক অভিযোগ করে বলেন, রাতে ১ ঘন্টা বিদ্যুৎ আর ১ ঘন্টা লোডশেডিংয়ে আমরা ঘুমাতে পারছি না। এতে করে আমরা অসুস্থ হয়ে পড়ছি। চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমার দ্রুত এর সমস্যা সমাধান চাই।
এব্যাপারে ভোলা পল্লী বিদ্যুৎ জিএম কেফাতউল্লাহ বলেন, ভোলা পল্লী বিদ্যুতের চাহিদা ৩৩ মেঘাওয়াট। ২২৫ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে নিচ্ছি ২৫ মেঘাওয়াট। কিন্তু পাওয়ার প্লান্টে যান্ত্রিক ক্রটিতে বেশ কয়েক দিন ২৫ মেঘাওয়াটের স্থলে পাচ্ছি ২০ মেঘাওয়াট। এছাড়া ভোলা রেন্টাল থেকে পাচ্ছি ৫ মেঘাওয়াট তাও যান্ত্রিক ক্রটিতে বন্ধ রয়েছে। এতে করে লোডশেডিং দিতে হচ্ছে। আমি এখন বোরহানউদ্দিন পাওয়ার প্লান্ট আছি তাদের সাথে কথা বলছি। তারা বলছে সোমবারের মধ্যে এ সমস্যা সামাধান হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৫৮   ২৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ