বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার ২ দিন ধরে নিখোঁজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার ২ দিন ধরে নিখোঁজ
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭



নিখোঁজ ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার

।ভোলাবাণী বিভাগীয় সংবাদ।। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় মামার বাসায় বেড়াতে যাওয়ার পথে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাথী আক্তার নিখোঁজ হয়েছে। গত ২ দিন ধরে তার কোনো সন্ধান না পেয়ে পাগলপ্রায় তার বাবা-মা।

এ ঘটনায় নিখোঁজ সাথীর মামা মো. ইউনুস ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করতে গেলে নিজ দায়িত্বে খোঁজ করার পরামর্শ দেয় পুলিশ।

পারিবারিক সূত্র জানায়, আগরপুর গ্রামের দিনমজুর মো. হারুন ফকিরের মেয়ে সাথী আক্তার ঢাকার যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস এলাকায় মামার বাসায় বেড়াতে যাওয়ার জন্য গত শনিবার সন্ধ্যায় বাবুগঞ্জের রহিমগঞ্জ লঞ্চঘাট থেকে হুলারহাট-ঢাকা রুটের একটি লঞ্চে ওঠেন।

পরদিন রোববার ভোরে ঢাকার সদর ঘাট পৌঁছে এক পথচারীর ফোন দিয়ে সাথী আক্তার তার মা রেকসোনা বেগম এবং মামাকে ফোন দিয়ে রিকশাযোগে যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস এলাকায় মামার বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়।

নির্দিষ্ট সময়ে বাসায় না পৌঁছায় সাথীর মামা ওই পথচারীর ফোনে ফের কল করে জানতে পারেন, তার সঙ্গে কথা বলার পরই সাথী রিকশাযোগে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সাথীর কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

সাথীর মামা মো. ইউনুস জানান, রোববার সারা দিন খোঁজাখুঁজির পরও সাথীকে না পেয়ে তিনি সাধারণ ডায়েরি করতে সদরঘাটের কোতোয়ালি থানায় যান।

কিন্তু সেখানকার দায়িত্বরত ডিউটি অফিসার তাদের নিজেদের চেষ্টায় খোঁজাখুঁজি করার পরামর্শ দেয়। এরপর না পেলে পরে থানায় সাধারণ ডায়েরি করতে বলেন। পুলিশের পরামর্শ অনুযায়ী এখন সাথীকে খুঁজছেন তারা।

বাংলাদেশ সময়: ২০:৩০:৪০   ৮৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ