শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬

ভোলায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদের উদ্বোধন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদের উদ্বোধন
শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬



---বিশেষ প্রতিনিধি: ভোলা বাণী: ভোলায় দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদের উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই আধুনিক মসজিদটি উদ্বোধন করা হয়েছে। মসজিদটিকে আজ থেকে উম্মুক্ত করে দেয়া হলো জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। পবিত্র জুমার নামাজ পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মাওলানা এহসানুল হক জিলানী। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মেসবাহুল ইসলাম, ভোলার জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিন।
মেঘনা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ ও তার পরিবারের অর্থায়নে গঠিত নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্বাবধানে মসজিদটি নির্মান করা হয়।
২০১০ সালে ১ জুন ২৪ হাজার স্কয়ার ফুট জমির উপর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মসজিদটি নির্মানে প্রায় ৫২ হাজার শ্রমিকের ৭ বছর সময় লেগে যায়। একটি দ্বিতলা দালান বিশিষ্ট মনোরম প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত এই মসজিদের ভিতরের কারুকার্য আন্তর্জাতিক মান সম্পন্ন। এতে মহিলাদের জন্য রয়েছে নামাজের সু-ব্যবস্থা ও আলাদা অযুখানা। মসজিদের চারদিকে রয়েছে সৌন্দর্য মন্ডিত ফুলের বাগান। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির দোতলায় রয়েছে হেফজখানা, আধুনিক সমৃদ্ধ ইসলামী লাইব্রেরী ও ধর্মীয় দিবস উপলক্ষ্যে আলোচনা এবং সেমিনার করার বিশেষ ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ৯:৩৭:১০   ২৯৪ বার পঠিত  |