জোযারে প্লাবিত ভোলা-লক্ষীপুর ফেরীঘাট।।যান চলাচলে বিঘ্ন

প্রথম পাতা » প্রধান সংবাদ » জোযারে প্লাবিত ভোলা-লক্ষীপুর ফেরীঘাট।।যান চলাচলে বিঘ্ন
শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭



---

ছোটন সাহা ॥বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী ।।জোয়ারের পানিতে ঘাট তলিয়ে যাওয়ার কারনে ভোলা-লক্ষীপুর রুটে ফেরী চলাচলে মারাত্মক বিঘে্নর সৃষ্টি হচ্ছে। বুধবার দুপুর থেকে অতি জোয়ারে এ রুটের ইলিশা ঘাট তলিয়ে চার ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিলো। পানিতে কোন যানবাহন উঠা-নামা করতে না পারায় উভয় পাড়ে যাববাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়ে। সন্ধ্যা পর্যন্ত উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় ছিলো।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, অপেক্ষাকৃত নিচু স্থানে ঘাট স্থাপনের কারনে জোয়ার এলেই এপ্রোস সড়ক ও র‌্যাম তলিয়ে যায়। এতে ফেরী থেকে কোন যানবাহন উঠা-নামা করতে পারে না। তখন ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।
বুধবার সন্ধায় ইলিশা ঘাটে গিয়ে দেখা গেছে, ৪/৫ ফুট পানিতে তলিয়ে রয়েছে ঘাট। লক্ষীপুর থেকে আসা কুসুমকলি, কৃষানী ও কনকঁচাপা নামে তিনটি ফেরী যানবাহন নিয়ে ঘাটে অপেক্ষমান কিন্তু ঘাটে পানি থাকায় পরিবহন ও ট্রাক নামতে পারছে না, যার ফলে কোন যানবাহন উঠতেও পারছেনা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিক, যাত্রী ও সাধারন মানুষ। বিকল্প ব্যবস্থায় কিছু কিছু যাত্রীকে নৌকা দিয়ে ফেরী থেকে নামতে দেখা যায়, তবে মালবাহী পরিবহন ফেরীতেই আটকা পড়ে আছে। শ্রমিকরা জানালেন, ভাটা নেমে এলেই এসব যানবাহন উঠা-নামা করবে। গত দুই দিন ধরে ঘাটের এ অবস্থা হলেও কারো মাথা ব্যাথা নেই।
কৃষানী ফেরীর মাস্টার মফিজুল ইসলাম বলেন, ইলিশা ঘাটে লো এবং হাই দুটি ঘাট দরকার কিন্তু সেখানে একটি মাত্র লো ঘাট রয়েছে এতে সামান্য জোয়ারে এলেই পানিতে ঘাট তলিয়ে যায়, তখন লোড আনলোড বন্ধ থাকে।
ভোলার তজুমদ্দিন থেকে ইলিশ বোঝাই ট্রাকের চালক বলেন, দুপুর থেকে সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত ইলিশা ঘাটে বনে আসি কিন্তু এখর পর্যন্ত কোন সিরিয়াল পাইনি, ট্রাকে ইলিশ রয়েছে ঢাকা নেয়া হবে, কিন্তু নির্ধারিত সময়ে না যেতে পারলে মাছ নস্ট হয়ে যাবে।
ঘাটের এসিস্টেন্ট আবুল বাসার বলেন, কয়েকদিন থেকে ঘাটের সমস্যা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর ফেরী সার্ভিস। গুরুপ্তপূর্ন এ রুটে প্রতিদিন শত শত পরিবহন যাতায়াত করলেও যাত্রী সেবার মান বাড়ানো হয়নি। একের পর এক সমস্যায় জর্জরিত রুটিটি। সন্ধ্যায় পৌনে ৭ টায় জোয়ারের পানি নেমে যাওয়ার পর পুনরায় ফেরী চলাচল শুরু হলেও ঘাটে যানবাহনের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫২:২০   ৮৮১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ