শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭

মনপুরায় জোয়ারে পানিতে ৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫ হাজার মানুষ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় জোয়ারে পানিতে ৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৫ হাজার মানুষ
শুক্রবার, ২৫ আগস্ট ২০১৭



---।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥
ভোলার মনপুরা উপকূলে আমবশ্যার ‘জো’র প্রভাবে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে জোয়ারের পানিতে ৫ গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে ৫ হাজার মানুষ মানবেতর জীবন-যাপন করছে।
এদিকে মনপুরা থেকে বিচ্ছিন্ন কলাতলীর চর ও চরনিজামে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকার মানুষ গত দুই দিন ধরে জোয়ারের পানিতে বসবাস করছে বলে জানান স্থানীয়রা।
বিচ্ছিন্ন কলাতলী চরের বাসিন্দা নাহিদ, শামসু, মানিক, রতন, জয়দেব মুঠোফোনে জানান, রাতে ১২ টা ও দিনের ১ টায় জোয়ারের পানি ঘরে ডুকে। দিনে উঁচু স্থানে আশ্রয় নিলেও রাতে বেলায় মানুষ চৌকির উপর আশ্রয় নেয়। রাতে ভয়ের মধ্যে কাটে বলে জানান তারা। একইভাবে বলে মনপুরা থেকে বিচ্ছিন্ন চরনিজামবাসী।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়, তুলাতলী ও চর কলাতলী গ্রাম, ২ নং হাজিরহাট ইউনিয়নের সোনারচর, ঈশ্বরগজ্ঞ, দাসেরহাট এলাকা জোয়ারের পানিতে ডুবে রয়েছে। এছাড়াও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চর নিজাম জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ভিডিশন-২ এর উপ সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, আমবশ্যার প্রভাবে ও পাহাড়ি ঢলে মেঘনার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলার কিছু এলাকা ও বিচ্ছিন্ন কলাতলী ও চর নিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জোয়ার বেশি হওয়ার কারনে উপজেলার মূল ভূ-খন্ডে বেড়ীবাঁধের কাজ করা যাচ্ছেনা। তারপরও দ্রুত বেড়ীবাঁধের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১০:৩৭:৩৭   ২২৩ বার পঠিত  |