ভোলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু
সোমবার, ২১ আগস্ট ২০১৭



---

স্টাফ রিপোর্টার ॥ভোলাবাণী।।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তৃর্নমূল রাজনতীকে আরো শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য নিয়ে ভোলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এসময় তিনি বলেন, ১৮ বছরের অধীক ও পুরানো সদস্যদের নবায়ন এর মধ্যদিয়ে তৃর্ণমূলকে আরো শক্তিশালী করা হবে। এর মধ্যদিয়ে দল যেমন একদিকে শক্তিশালী হবে। তেমনি নতুন সদস্যদের দলে অর্ন্তভূক্ত করে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা হবে। আগামীতে আন্দোলন সংগ্রমের মধ্যে দিয়ে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে জানান। আগামী সেপ্টেম্বর পর্যন্ত ভোলার ১৩টি ইউনিয়ন ও ভোলা পৌরসভা মিলে ৩০ হাজার সদস্য সংগ্রহ করার টার্গেট নিয়ে কাজ করবে।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করতে স্থায়ী সদস্য করার জন্য ভোটার নাম্বার সহ এই সদস্য ফরম বিক্রির মাধ্যমে বিএনপর সমর্থন যাছাই করা। বর্তমানে প্রাথমিকভাবে ভোলা জেলায় ৫০ হাজার সদস্য ফরম বিক্রি করা হবে। ক্রমান্বয়ে চাহিদা অনুযায়ী আরো সদস্য সংগ্রহ করা হবে। আমরা আশা করি প্রায় ৪ লক্ষ সদস্য সংগ্রহ করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবীর সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আব্দুর বর আকন, থানা বিএনপির সম্পাদক মফিজুল ইসলাম মিলন, শ্রমিক দলের সভাপতি শহিদুল হক মানিক, সাবেক যুবদল সম্পাদক হেলাল উদ্দিন, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, কেন্দ্রীয় যুবদল সদস্য আব্দুল কাদের সেলিম, যুবদল নেতা কবির হোসেন, আলীনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়াজী, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সম্পাদক মাইনুদ্দিন মুন্সীসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০:৫২:৫৭   ২২১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


মনপুরায় কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে অবহিতকরন সভা অনুষ্ঠিত
উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল
দক্ষিণ আইচায় ধান ক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
ভোলায় লাশ গোসলের আধুনিক স্থাপনা গড়ে তোলা হবে: জেলা প্রশাসক
ভোলায় বর্জপাতে কৃষকের মৃত্যু
ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে ভোলায় ছাত্রলীগের পতাকা উত্তোলন ও পদযাত্রা কর্মসূচি
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

আর্কাইভ