ভোলা বাণী : ভারত ভ্রমণে আগ্রহী বাংলাদেশিদের আর ই-টোকেন বা আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখের জন্য অপেক্ষা করতে হবে না। আগামী বছরের প্রথম দিন থেকেই ই-টোকেন ছাড়া আবেদন করা যাবে। তবে ভ্রমণের তারিখ ভিসা আবেদনের কমপক্ষে সাত দিন পরের এবং একমাসের মধ্যে হতে হবে।
ভারতীয় হাই কমিশন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আগামী বছরের ১ জানুয়ারি থেকে ভারতীয় ভিসা প্রাপ্তি প্রক্রিয়া সুবিন্যস্ত, উন্মুক্ত ও সহজ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান, ট্রেন বা বাসের টিকেটসহ সকল বাংলাদেশি ভ্রমণকারী ই-টোকেন বা আগাম অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভ্রমণেচ্ছুরা ভ্রমণের টিকেটসহ তাদের পূরণকৃত ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। ভ্রমণের তারিখ ভিসা আবেদনপত্রের জমাদানের ৭ দিন পরের তবে ১ মাসের মধ্যে হতে হবে।
ভারতীয় হাই কমিশন আরও জানায়, ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধি করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০৬:১০ ১৪০ বার পঠিত |