বরিশালের ৩৫টি রুটে বাস ধর্মঘট ।। ভোগান্তিতে পর্যটকরা

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বরিশালের ৩৫টি রুটে বাস ধর্মঘট ।। ভোগান্তিতে পর্যটকরা
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭



---।।ভোলাবাণী।। সড়কে চাঁদাবাজি ও থ্রি হুইলার বন্ধ এবং রিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা নেওয়ায় বরিশাল-পটুয়াখালীসহ বিভাগের ৪ জেলার ৩৫টি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন কুয়াকাটাগামী শত শত পর্যটক।

ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে আসা একাধিক পর্যটক জানান, লঞ্চ থেকে নেমে তারা দেখেন বাস চলাচল বন্ধ। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তারা এখন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে জানান।

এর আগে, বুধবার বিকেলে বরিশাল বিভাগীয় বাস মালিক ও শ্রমিক সমিতির সমন্বয় পরিষদের বৈঠকে এ ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানান রূপাতলী বাস মালিক সমিতির সম্পাদক কাওসার হোসেন শিপন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ ও চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খোকনসহ ৫ শ্রমিককে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় বলে তিনি অভিযোগ করেন।

কাওসার হোসেন শিপন আরও বলেন, এ হামলার ঘটনার বিচার এবং আঞ্চলিক মহাসড়ক থেকে চাঁদাবাজি ও সকল প্রকার অবৈধ থ্রি হুইলার যান চলাচল বন্ধ করা না পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫১   ২১১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ