বঙ্গবন্ধু’র কন্যা দেশকে উন্নয়নের মহা সড়কে তুলে নিয়ে এসেছে - তোফায়েল আহমেদ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধু’র কন্যা দেশকে উন্নয়নের মহা সড়কে তুলে নিয়ে এসেছে - তোফায়েল আহমেদ
সোমবার, ৭ আগস্ট ২০১৭



---আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় জেলা। এখানে রয়েছে অতি মূল্যবান শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪টি কূপ। যা হতে প্রতিদিন ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। রয়েছে ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পুর্ন বিদু্যূৎ প্লান্ট। যার মধ্যে ২৫০ মেঘাওয়াট উৎপাদনে রয়েছে। অবশিষ্ঠ ২৫০ মেগাওয়াট শীঘ্রই উৎপাদনে যাবে। নদী ভাঙ্গন সমস্যা সমাধানে ১৬০০কোটি টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ভোলা-বরিশাল ব্রীজ নির্মান কাজ অচিরেই শুরু হবে। যোগাযোগ ব্যবস্থা সুবিধার কারনে এ জেলা ঘড়ে উঠবে শিল্প কারখান। ফলে এখানকার যুবকদের কর্মসংস্থান হবে। রবিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় শাহবাজপুর ইস্ট-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য একথাগুলো বলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু’র কন্যা দেশকে উন্নয়নের মহা সড়কে তুলে নিয়ে এসেছে। উন্নয়নের গতিকে আরোও বেগবান করার জন্য জ্বালানি নিরাপত্তার প্রয়োজন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হলে অর্থনীতি নিরাপত্তা নিশ্চিত হবে। এজন্য গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার সল্প মধ্য দীর্ঘ মেয়াদী গ্যাস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা করছে। রুপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য ১০০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করার পরিকল্পনা গ্রহন করেছে। যার ধারাবাহিকতায় বাপেক্স ১০৮ টি কূপ খননের পরিকল্পনা গ্রহন করেন।

‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে বাপেক্স বিশেষ উদ্যেগে ১০টি প্রকল্প প্রস্তুত করে। যাহা রুপকল্প ১ থেকে ৭ ও ৩টি ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা নেয়া হয়েছে। রুপকল্প ৪ খনন প্রকল্পের আওতায় শাহবাজপুর ইস্ট-১ কাজের উদ্বোধন হল।
অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মুনসুর মোহম্মদ ফয়জুল্লাহ (এনডিসি)। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিল্পব, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নওশাদ ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস, পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৩:৩৮:২৪   ২১০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ