৬কোটি ৩১লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন

প্রথম পাতা » চরফ্যাশন » ৬কোটি ৩১লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন
শনিবার, ৫ আগস্ট ২০১৭



  • ---মিজান নয়ন,চরফ্যাশনঅফিস,ভোলা বানী॥

  •  ইসির সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের দেওয়া নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব নাকচ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সরকারও থাকবে, সংসদও থাকবে, নির্বাচন কমিশন নির্বাচন করবে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। সহায়ক সরকার বলে কোন সরকার পৃথিবীর কোন সংবিধানে নেই।
    আজ শনিবার ৬কোটি ৩১লাখ টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘২০১৪ সনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে ভুল করেছে। আমার বিশ্বাস সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। উক্ত সমাবেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন তার বক্তব্যে বলেছেন বিশ^ নেতাদের মধ্যে একমাত্র নেতা শেখ হাসিনা যিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারন করে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব শুরু কালে দেশের মানুষের গড় আয় ছিল ৫৬১ ডলার বর্তমানে তা ১৬০২  ডলারে  উন্নীত হয়েছে । মন্ত্রী আরো বলেন টকশোতে অনেক বিএনপি নেতা বলেন আগামি নির্বাচনে আওয়ামীলীগ ৫০ টির বেশি আসন পাবেনা। মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন বিএনপি ৩০ টির বেশি আসন পাবেনা । তিনি আরো বলেন, ৪৬৫ কোটি টাকা ব্যয়ে ভোলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে । এ প্রকল্প বাস্তবায়িত হলে চরফ্যাশনে কোন কাচা রাস্তা থাকবেনা ।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ। প্রধান মন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হকসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

     

বাংলাদেশ সময়: ১৯:০৯:৪৭   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ