লালমোহনের গজারিয়া লঞ্চ ঘাটের রাস্তার বেহাল দশা:নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনের গজারিয়া লঞ্চ ঘাটের রাস্তার বেহাল দশা:নেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি
শুক্রবার, ৪ আগস্ট ২০১৭



---

মোঃ আমজাদ হোসেন ।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার গজারিয়া খাল পাড়ের লঞ্চ ঘাটের যাত্রীদের চলাচলের একমাত্র প্রধান সড়কটি গেল কয়েক দিনের লাগাতার প্রবল বৃষ্টিতে আরও বেহাল দশায় পরিণত হয়েছে।এতে ঘোষেরহাট-ঢাকা,ঢাকা-ঘোষেরহাট গামী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।ঢাকা থেকে ছেড়ে আসা এম.ভি. শাহরুখ-১ লঞ্চের একাধিক যাত্রী কামাল,রফিক,মাজেদা খাতুন বলেন অল্প সময়ে বাড়ি যাবো বলে এ ঘাট দিয়ে নামলাম অথচ রাস্তার যে অবস্থা পাঁচ মিনিটের পথ যেতে এক ঘন্টা লাগবে।লঞ্চ যাত্রী বৃদ্ধ হাসেম বেপারী(৮০) ক্ষোভ প্রকাশ করে বলেন গ্রামে থেকে এনজিও থেকে লোন নিয়ে সর্বস্ব হারিয়ে ঢাকায় গিয়ে কাজ করি।পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠিয়ে ভাবছি আরও কিছুদিন কাজ করবো কিন্তু অসুস্থ হয়ে শুধু লঞ্চ ভাড়ার টাকাটা নিয়ে বাড়ি ফিরছি অথচ লঞ্চ ঘাট থেকে বাড়ি ২ কি:মি:।তারপরে আবার অসুস্থ শরীর হাঁটতেই পারছিনা বাবা,ভাঙা রাস্তায় পাঁচ থেকে সাত বার পড়ে গেছি।এরপর এই প্রতিবেদক বৃদ্ধ লোকটিকে হাত ধরে স্হানীয় বাজারে এনে অটোরিক্সায় তুলে দিয়েছে।বৃদ্ধ হাসেম বেপারীর মতো আরো অনেকেই বলেন আমরা ঢাকা থেকে শুনতাছি দেশে উন্নয়নের জোয়ার বইছে ছোট থেইক্যা দেখছি তেঁতুলিয়ায় পানির জোয়ার আর এহন আইয়া দেহি(এখন এসে দেখি) ভাঙা রাস্তার জোয়ার।বাহ্ ভালায় (ভালো) নাম কামাইছে এমপি মন্ত্রীরা।স্হানীয় মাহমুদ নগর(খাল গোড়া) বাজার ব্যবসায়ীদের মধ্যে আ:খালেক,মনির,আলমগীর,জসিম,হারুণ,তছিরসহ অনেকে অভিযোগ করে বলেন আমরা ঢাকা,বরিশাল এবং থেকে দোকানের মালামাল আগে এই ঘাট দিয়েই লঞ্চে আনতাম এখন কষ্ট আর দূর্ভোগের কারণে ঘোষেরহাট এবং লালমোহন দিয়ে নিয়ে আসি কি করবো পল্টুনের তলা আছে নদীর মাঝে তাছাড়া রাস্তারও অবস্থা খারাপ।অন্য ঘাট দিয়ে পণ্য আনতে সময় এবং টাকা দুটোই বেশি লাগে।সরেজমিনে স্হানীয় বাজার থেকে লঞ্চ ঘাট পর্যন্ত পুরো এক কি.মি. রাস্তার অবস্থা খুবই খারাপ।রাস্তার মাঝ থেকে মাটি সরে নদীতে পড়ে গেছে,ইটও উঁচু নিচু হয়ে পড়ে আছে ।সকালে দেখা গেলো লঞ্চ ঘাট দিয়েছে পল্টুন থেকে দূরে একটি বাঁ ধের সাথে যাত্রীরা নামতে যেয়ে এক হাঁটু পানিতে পড়ে গেছে।এক বৃদ্ধা বলেন পুরুষ লোক এভাবে নামতে পারে মহিলারা কিভাবে নামে!দেখা গেলো পল্টুনের শুধু তলা ছাড়া ছাঁদ,সিঁড়ি,টয়লেট কিছুই নেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে।পাশের বাঁধের সাথে লঞ্চ ঘাট দেয়ার ফলে অনেক যায়গায় বাঁধ ভেঙে লোকালয়ে নদীর খর স্রোতা পানির চাপে রাস্তা ভেঙে গেছে।লালমোহন থেকে ছেড়ে আসা এক তলা বিশিষ্ট লঞ্চ যেগুলো দ্বীপ জেলার বিভিন্ন চরাঞ্চলে যাত্রী ও সেখানকার ব্যবসায়ীদের মালামাল পরিবহন করে থাকেন তারাও এই কষ্টের ভাগ পোহাচ্ছেন।এ বিষয়ে ঘাট ইজারাদার মো: ফিরোজ বলেন এই ঘাট দিয়ে বর্তমানে আমার কোন লাভ হয়না।প্রতি বছর ঘাটের এই রাস্তা মেরামতের জন্য বি আই ডব্লিউ টি এ থেকে কোটি কোটি টাকার বরাদ্দ আসে,কাজ পায় স্হানীয় নেতারা কিন্তু তারা পরিকল্পনা ছাড়াই নিম্ন মানের বালু বস্তা বরাট করেই যেন অবসর নেন।এরপর জোয়ারের স্রোতে সেগুলো আবার নদীতে সয়লাভ।স্হানীয়দের অনেকেই ঘাট ও রাস্তা বিকল হওয়ার জন্যে অবশ্য দায়ী করছেন ঘাটের পাশের অবৈধ ভাবে বালু উত্তোলন,বালু মজুদ করে বিক্রি এবং ইট ভাটার কর্তৃপক্ষকে।এ ব্যাপারে এলাকার মানুষ লঞ্চ ঘাট ও রাস্তার অবকাঠামো উন্নয়নে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র হস্তক্ষেপ কামনা।

বাংলাদেশ সময়: ২১:১৪:৫৩   ১২৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ