ভোলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ২৮ জুলাই ২০১৭



--- মো: তৈয়বুর রহমান ।।ভোলাবাণী।।মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে ভোলা জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ভোলা। বুধবার সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মাদক বিরোধী র‌্যালী বের হয়। র‌্যালীটি নতুন বাজার প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার সিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মোকতার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো: মাহমুদুর রহমান, কোস্টগার্ড দক্ষিন জোনের ল্যা: কমান্ডার ডিকসন চৌধুরী, িৈনক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান আজাদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পরিদর্শক মো: এলটাস উদ্দিন, মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা জিএম আসাদুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মুফতি মাওলানা রিয়াজ উদ্দিন কাশেমী।
বিশেষ অথিতির বক্তব্যে পুলিশ সুপার মো: মোকতার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মাদকদ্রব্য জিরো টলারেন্সে রাখতে। তাই মাদক দ্রব্য অপব্যবহার রোধে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত ভোলার বিভিন্ন স্থান হতে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ভোলা থেকে মাদক দ্রব্য নির্মূল করার জন্য প্রশাসনের পাশাপাশি, সাংবাদিক, আলেম সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষকসহ সর্বপরি জনসাধারন প্রশাসনকে সহোযেগিতা করলে অচিরেই ভোলা থেকে মাদক দ্রব্য নির্মূল করা সম্ভব হবে।
ইসলাম ধর্মে মাদকের প্রতি নিষেধ সর্ম্পকে আলোচনা করেন, ইসলামী ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার ও মসজিদে মুকবুলের খতিব মুফতি মাওলানা রিয়াজ উদ্দিন কাশেমী। তিনি বলেন, ১৪০০ বছর আগে আল্লাহ পাক পবিত্র কোরআনে এবং হুজুর পাক (সঃ) হাদিস শরিফে মাদক গ্রহনের প্রতি কঠোর নিষেধ করেন। পবিত্র কোরআনে মাদক দ্রব্য গ্রহন করাকে অপবিত্র শয়তানের কাজ হিসাবে উল্লেখ আছে। ইসলামী আইন অনুযায়ী মাদক দ্রব্য সোবন করা হত্যা ধর্ষন অগ্নিসংযোগের মতো কবিরা গুনাহ। তাই প্রত্যেক মুসলমানকে আল্লাহ এবং রাসুলের নির্দেশ মেনে মাদক গ্রহন পরিহার করতে এবং মাদক দ্রব্য উচ্ছেদে সহয়তা (সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ) করতে।
আলোচনা শেষে মাদক বিরোধী চিত্রাঅংকন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

বাংলাদেশ সময়: ১০:৫২:১৪   ১৪৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ