ভোলায় পরিবার পরিকল্পনার বিনামুল্যে সেবা পাচ্ছেন প্রায় ৩ লাখ দম্পতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পরিবার পরিকল্পনার বিনামুল্যে সেবা পাচ্ছেন প্রায় ৩ লাখ দম্পতি
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭



---বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী।।
জেলার প্রায় ৩ লাখ দম্পতি সরকারিভাবে বিনামূল্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি’র সেবা গ্রহন করছেন। এসবের মধ্যে রয়েছে নারীদের খাবার বড়ি, পুরুষের কনডম, নারীদে ইনজেকটেবল (ইঞ্জেকশন), নারীদের আইইউডি, ইমপ্লান্ট ও স্থায়ী পদ্ধতি। পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের পরিদর্শীকা প্রত্যন্ত অঞ্চলের বাড়িতে বাড়িতে গিয়ে এসব সামগ্রী বিতরন করে আসছেন। আর এতে করে এখানকার জনসংখ্যার আধিক্য, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে আসছে।
জেলা পরিবার পরিকল্পনা অফিসের তথ্যনুযায়ী, জেলায় মোট ৩ লাখ ৬০ হাজার ৬০৫ সক্ষম দম্পতি রয়েছে। আর পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন করছেন ২ লাখ ৯৩ হাজার ৪’শ ৫৮ পরিবার। অন্যরা গর্ভধারন করেছেন, অথবা সন্তান প্রসব করেছেন কিংবা স্থায়ী পদ্ধতি গ্রহন করেছেন। এছাড়া শহরের অধীকাংশ পরিবারই নিজ উদ্যেগে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি গ্রহন করে আসছেন।
জেলায় জন্ম নিরোধ পদ্ধতি গ্রহনকারীদের মধ্যে খাবার বড়ি গ্রহন করছেন ১ লাখ ১৪ হাজার ৭৫৬ জন নারী। কনডম ব্যবহারকারী পুরুষ ১৪ হাজার ৪৮০। ইনজেকটেবল ইঞ্জেকশন নিয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৬৯ জন নারী। আইইউডি ১০ হাজার ৩৭৫ জন নারী। ইমপ্লান্ট ইঞ্জেকশন ১৯ হাজার ৯২ নারী ও স্থায়ী পদ্ধতি গ্রহন করেছেন ৯ হাজার ৪২১ জন। ফলে পারিবারিক ও দাম্পত্য জীবন অনেকটাই নির্বিঘœ হচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক আযাদ বাসস’কে বলেন, ‘দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো নয়’ এই স্লোগান নিয়ে জেলায় পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাচ্ছে। বর্তমানে জেলায় এর গ্রহন যোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ব্যাপক প্রচার-প্রচারনা ও সচেতনতার মাধ্যমে বর্তমানে প্রায় অকিাংশ নতুন দম্পতি জন্ম নিয়ন্ত্রন করছেন। ফলে নারীদের স্বাস্থ্য ঝুঁকিও কমে আসছে।
পরিবার পরিকল্পনা’র কর্মকর্তারা জানান, জেলার মোট পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনকারীদের মধ্যে উপজেলা সদরে ৭০ হাজার ৭৯১ জন, দৌলতখানে ২৭ হাজার ৬৭২, তজুমুদ্দিনে ২০ হাজার ৬৭১, বোরহানউদ্দিনে ৩৮ হাজার ২৪, লালমোহনে ৫২ হাজার ৪৮৭, চরফ্যাসন উপজেলায় ৭২ হাজার ৩৫৬ ও মনপুরায় ১১ হাজার ৪৪৮ টি দম্পতি রয়েছেন। এছাড়া জন্ম নিয়ন্ত্রনে স্থায়ী পদ্ধতি গ্রহনকারীদের সরকার ভাতা হিসাবে এককালীন ২ হাজার টাকা করে দিচ্ছে। জেলায় নতুন নতুন পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে।
বিগত দিনে এখানে ধর্মীয় গোড়ামী ও কুসংস্কার’র ফলে অনেকেই জন্ম নিয়ন্ত্রন করতে চাইতোনা। এটাকে পাপ বলে মনে করা হতো। কেউ কেউ লজ্জা বা জড়তায় প্রকাশ করতে পারতো না। এতে করে দরিদ্র পরিবারগুলোতে একাধীক সন্তান জন্মের মাধ্যমে অভাব লেগেই থাকতো। বিরতি না দিয়ে অধীক সন্তান প্রসবের কারনে অতি মাত্রায় স্বাস্থ্যহীনতায় ভুগতেন মায়েরা। যদিও মানুষ এখন অনেক সচেতন, শিক্ষার হার বেড়েছে, জীবনমান উন্নত হয়েছে। মহাজোট সরকারের ব্যাপক প্রচারনা, কর্ম পরিকল্পনা ও কর্মকান্ডের সম্প্রসারনে পরিবার পরিকল্পনা বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে অবহেলিত গ্রামঞ্চলের দরিদ্র পরিবারগুলো বিনামূল্যে ঘরে বসে জন্ম নিয়ন্ত্রন সামগ্রী হাতে পেয়ে দারুন খুশি। অনেকের পক্ষেই অর্থ দিয়ে নিয়মিত এসব পন্য কেনা সম্ভব নয়।
উপজেলা সদরের মেঘনা পাড়ের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী লতিফ ব্যাপারী বলেন, তিনি দেখেছেন প্রতিবেশি হারেছ চাচার অধিক সন্তানের পরিনতি। ঠিকমত খাওয়া-দাওয়া দিতে পারেন না। লেখা-পড়া শেখাতে পারছেননা। অভাবের জন্য নিত্য কলহ লেগেই রয়েছে। তাই তিনি জন্ম নিয়ন্ত্রন পদ্ধতি অনুসরন করছেন।
শিবপুর ইউনিয়নের বাসিন্দা রহিমা বেগম, রুপা আক্তার ও আছমা জাহান বলেন, তারা দরিদ্র হলেও সচেতন। সরকারিভাবে খাবার বড়ি ও সব ধরনের স্বাস্থ্য সেবার পরামর্শ পাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের কাছ থেকে। দিন দিন অজ্ঞতা কেটে গিয়ে অন্যান্য নারীরাও এখন উৎসাহিত হচ্ছেন পরিবার পরিকল্পনার সেবা নিতে।
মাহমুদুল হক আযাদ আরো বলেন, সাধারনত একটি পরিবারে একটি অথবা দুটি সন্তান থাকলে তাদের ভোরন-পোশন থেকে শুরু করে শিক্ষা-চিকিৎসা লালন-পালন ইত্যাদী অনেকটাই নিশ্চিত হয়। পূর্বে যেখানে একজন মা গড়ে ৬টির বেশি সন্তান প্রসব করতেন। আর এখন ২ দশমিক ১টি সন্তান জন্ম দেন। পরিবার পরিকল্পনার মাধ্যমে আমাদের জনসংখ্য নিয়ন্ত্রন করা সম্ভব হয়েছে। অন্যথায় পাকিস্থানের মত অধিক জনসংখ্যার সমস্যা সৃষ্টি হতো।

বাংলাদেশ সময়: ১৬:০২:৫৮   ৮০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ