ভোলায় পাঁচ লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পাঁচ লাখ টন ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ
বুধবার, ১৯ জুলাই ২০১৭



---।।ভোলাবাণী।। ভোলায় আগামী বছর প্রায় পাঁচ লাখ মেট্রিক টন ইলিশ মাছ উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপকূলীয় এ জেলায় গত বছর এক লাখ ৩১ হাজার ৭৩৯ মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে। এর আগের বছর উৎপাদিত হয়েছে ৯৮ হাজার ৫০৪ মেট্রিক টন ইলিশ। দেশের উৎপাদিত ইলিশের প্রায় ৩৩ ভাগ ইলিশ মাছ ভোলা থেকে আহরণ করা হয়। গতকাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল করিম। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করেছে। এ উপলক্ষে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী প্রচার-প্রচারনা, র‌্যালী, পোনা মাছ অবমুক্ত, আলোচনা সভা, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, মৎস্য চাষ ও সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শণ, মূল্যায়ন, পুরস্কার বিতরণীসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, গত বছর চিংড়ি মাছের চাষ হয়েছে ৮০ মেট্রিক টন। এ ছাড়া গত বছর পুকুর/দীঘি, নদী/খাল, সাগর ও বাণিজ্যিক খামারসহ বিভিন্ন খাতে মোট এক লাখ ৯৪ হাজার ৮০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:১২   ১৯৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ