কালাবদর নদীর ওপরে হচ্ছে ভোলা-বরিশাল সেতু

প্রথম পাতা » প্রধান সংবাদ » কালাবদর নদীর ওপরে হচ্ছে ভোলা-বরিশাল সেতু
শুক্রবার, ১৪ জুলাই ২০১৭



---

স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পাঁচটি সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে। বরিশাল বিভাগের বরিশাল-ভোলা সড়কে কালাবাদর এবং তেতুলিয়া নদীর উপর পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদীর ওপর, বাকেরগঞ্জ-বাউফল উপজেলা সড়কে কারখানা নদীর ওপর একটি এবং ঢাকা বিভাগের আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে মেঘনা নদীর নেতুগুলো নির্মিত হবে। ৩৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে স্টেপ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া এবং বাংলাদেশ একটি প্রতিষ্ঠান যৌথভাবে এসব প্রকল্পেড কাজ করবে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবসহ বৈঠকে ১১০৪ কোটি টাকার দশটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১১ তলা ভবনের বিদ্যুৎ এবং অন্যান্য সেবামূলক কাজের জন্য পাঁচ কোটি ৬২ লাখ ৪৩ হাজার টাকার অতিরিক্ত ব্যয় ও পদ্মা বহুমখী সেতু প্রকল্পের আওতায় মূল নদী শাসন কাজে অতিরিক্ত ২৫ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এছাড়াও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের একটি সাব-প্যাকেজ আওতায় ৫৭ হাজার ৭১০টি এসপিসি পোল ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মেসার্স পাশা পোল লিমিটেড নামে একটি সরবরাহকারী প্রতিষ্ঠান এসব পোল সরবরাহ করবে। এজন্য মোট ব্যয় হবে ৬৩ কোটি ৪৫ লাখ টাকা। অতিরিক্ত সচিব জানান, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২৪ হাজার ৭০৮টি এসপিসি পোল ক্রয়, ৭ হাজার ৬৫০ কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়সংক্রান্ত দুইটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৭৩ লাখ টাকা। বাস্তবায়ণ করবে মেসার্স বিবিএস কেবলস। তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড এর মাধ্যমে কনভারমণ অব সিলেট ১৫০ মেগাওয়াট জিটি টু ২২৫ মেগাওয়াট সিসিপিপি টার্নকি ভিত্তিতে বাস্তবায়নের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে মেসার্স সাংহাই চায়না লিমিটেড। প্রকল্পে ব্যয় হবে ৭৬৩ কোটি ৯০ টাকা। এছাড়াও আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি ব্যাসের ৩০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ, মহেশখালী-আনোয়ার ৪২ ইঞ্চি ব্যাসের ৭৯ কিলোমিটার গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১০:৫১:০৮   ১৩৩৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ