মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭

দৌলতখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান

প্রথম পাতা » দৌলতখান » দৌলতখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা ও সংবর্ধনা প্রদান
মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭



---আদিল হোসেন তপু ।।ভোলাবাণী।। “শান্তি, শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দল নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একই সাথে সহকারী জেলা কমান্ড্যান্ট থেকে পদোন্তিত পেয়ে উপ-পরিচালক পদে উন্নিত হওয়ায় জানে আলম সুফিয়ানকে সংবর্ধনা প্রদান করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আনসার ভিডিপির উপ-পরিচালক মো: জানে আলম সুফিয়ান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুন নাহার, প্রশিক্ষক এনায়েত হোসেন, চ্যানেল-২৪ ভোলা জেলা প্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল গোসেন তপু তালুকদার, অফিস সহকারী নাজমুল হক।

এসময় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন দল নেতা মিমল চন্দ্র, হালিমা বেগম প্রমুখ। এ সময় উপজেলার সকল ইউনিয়নের দলনেতা দলনেত্রীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জানে আলম সুফিয়ান বলেন, বিগত সময়ের চেয়ে বর্তমানে সরকার আনসার ভিডিপি’র সদস্যদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তাই সবাইকে দক্ষতার সাথে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সকলকে দায়িত্বতার সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ইউনিয়ন পর্যায়ের সকল আনসার ও ভিডিপি সদস্যদের সুযোগ সুবিধা আরো বৃদ্ধি জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আশা করি খুব শীঘ্রই আমাদের দাবী দাওয়া পুরন হবে।

বাংলাদেশ সময়: ২১:৫২:৪৫   ৬৬৭ বার পঠিত  |