স্বামী মাদকাসক্ত: বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়নে এক সন্তানের জননী কে অমানবিক নির্যাতনের অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বামী মাদকাসক্ত: বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়নে এক সন্তানের জননী কে অমানবিক নির্যাতনের অভিযোগ
সোমবার, ১০ জুলাই ২০১৭



---

আবদুল মালেক ।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা বোরহানউদ্দিন হাসান নগর ইউনিয়নে আকলিমা বেগম নামের এক সন্তানের জননীকে অমানবিক নির্যাতন করছে স্বামী মো: রুবেল ও তার শ্বশুর বাড়ী লোকজন। স্বামী মাদকাসক্ত হওয়ায় যৌতুকের নামের তার পরিবারের কাছে মোটা অংকের টাকা নেয় এবং প্রতিনিয়ত আরো টাকার জন্য চাপ দেয়। আর তার দাবীকৃত টাকা না দিতে পারলে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন এমনি অভিযোগ করেন স্ত্রী স্বামী’র বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জতির বাড়ী।

আকলিমা বেগম অভিযোগ করে বলেন, একই গ্রামের রুবেলের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় তার পরিবারের কাছ থেকে যৌতুকের নামে মোটা অংকের টাকা নেয় তার স্বামী’র পরিবার। তার স্বামী রুবেল একজন মাদকাসক্ত বলে তিনি জানান। সে এখনও প্রতিনিয়ত টাকা দাবী করে তার দাবীকৃত টাকা না দিতে পারলে তার উপর চালানো হয় অমানবিক শারিরিক নির্যাতন এবং মাঝে মধ্যে তাকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন এ অসহায় নারী।

তার শ্বাশুরী নুরজাহান তার ছেলেকে উৎসকে দিয়ে বলে যদি অন্য কোথায় তোকে বিয়ে করাতাম তাহলে আরোও বেশি টাকা পেতাম এসকল কথা শুনে আমার স্বামী নেশা খেয়ে আমাকে অনেক অত্যাচার করে আর বলে আমি নোয়াখালীর একটি মেয়েকে বিয়ে করবো এবং আমাকে কাবিন নামা দেয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে। আমার ১১ মাসের ছেলে তামজিদের মুখের দিকে তাকিয়ে সকল কষ্ট মুখ বুঝে সহ্য করে যাচ্ছিলাম। মনে করেছি আমার সন্তানের দিকে তাকিয়ে তারা হয়তো একটু পরিবর্তন হবে। কিন্তু না আমার স্বামীর পরিবার ক্রমন্বয়েই আমার উপর বেশি অত্যাচার ও নির্যাতন করছে।

গত শনিবার রাতে আমাকে মেরে ফেলার জন্য আমার স্বামী দা ও রশ্মি নিয়া আমাকে খুঁজতে থাকে আমি প্রাণের ভয়ে ওই বাড়ীতে লুকিয়ে থেকে আমার বোনের বাড়ীতে চলে আসি। ওই দিন রাতে আমার ভাই ওদের বাড়ীতে গেলে আমার বড় ভাই কামাল কেও মারধর করেন আমার স্বামী। ওরা আমার শিশু সন্তান কে আটকিয়ে রেখে ৩ দিন পর্যন্ত কষ্ট দিয়েছে।

সোমবার আমার সন্তান কে এলাকার গন্যমান্যব্যক্তিরা আমার কোলে ফিরিয়ে দেয়। এ মাদকাসক্ত স্বামী’র উপযুক্ত বিচার দাবী করছেন তিনি। এ ঘটনাগুলো নিয়ে গন্যমান্যব্যক্তিরা এলাকায় একাধিক বার পয়সালা করেও কোন সুফল করতে পারে নি বলেও জানা গেছে।

এব্যাপারে মো: রুবেল এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৯:৫২:০৫   ২৯০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ