ভোলায় লবন পানি বাড়ায় কৃষিকাজ ব্যাহত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় লবন পানি বাড়ায় কৃষিকাজ ব্যাহত
শনিবার, ৮ জুলাই ২০১৭



---স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।
জলবায়ুর প্রভাবে দ্বীপজেলা ভোলার উপকূলীয় এলাকায় লবন পানির পরিমান বেড়ে যাওয়ায় কৃষিকাজ এবং গবাদি পশু পালন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সাগর পাড়ের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে কৃষকরা তাদের জমিতে ফসল ফলাতে পারছেন না। এমনকি ফলজ গাছগুলোও দিন দিন নি:ষ্ফলা হয়ে যাচ্ছে। মিষ্টি পানির অভাবে মরে যাচ্ছে মহিষ।
বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দ্বীপ চরনিজাম, ঢালচর, কুকুরি-মুকুরি, নজরুল নগর, মুজিব নগর, চরজহিরুদ্দিন, আর কলাতলী চরের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি এখন শুধুই পরিত্যক্ত ভূমি। আগে এসব জমি থেকে বছরে তিনটি ফসল পেত কৃষক।
বর্ষা মৌসূমে মিষ্টি পানি পেলে কৃষকরা এসব জমিতে আমন ধানের চাষাবাদ করতে পারেন। বর্তমান শুষ্ক মৌসূমে পানিতে লবণের পরিমাণ বেশি থাকায় জমিগুলো উর্বরা শক্তি হারিয়ে ফেলছে। যে কারণে এখন জমিগুলো চাষাবাদ অযোগ্য হয়ে পড়ছে। এই সময়ে এসব জমিতে শাক সবজিসহ রবিশস্য থাকার কথা থাকলেও অলস পড়ে আছে জমিগুলো।
এব্যাপারে ঢালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, আগে এসব চরাঞ্চলে এমন অবস্থা ছিল না। গত কয়েক বছর পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে জানিয়েছেন কৃসকরা। ফলে এলাকাবাসীদের অন্য এলাকা থেকে খাদ্যশস্য আনতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কৃষি বিভাগের পরামর্শও এখানকার কৃষকরা পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন।
লবনাক্ততার কারণে ভোলার চরাঞ্চল গুলোতে অন্তত লক্ষাধিক একর জমি খালি পড়ে আছে। এসব জমিতে এখন অনেকে খেলা-ধুলা করছে। জমিগুলোতে শুস্ক মৌসূমে আবাদ করা সম্ভব না হওয়ায় কৃষকরা বছরে কয়েক হাজার মেট্রিকটন খাদ্যশস্য থেকে বঞ্চিত হচ্ছে।
এব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা জানান, বেড়িবাধ তৈরি করা না হলে এ অবস্থা থেকে উত্তরণের কোন উপায় নেই বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। লবন সহিষ্ণু জাতের ফসল চাষের পরামর্শও কৃষি বিভাগের।

বাংলাদেশ সময়: ১০:৪৯:৩৩   ২৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ