জলবায়ু ঝূঁকিতে পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা,স্বাস্থ্য ঝূঁকিতে নারী ও শিশু

প্রথম পাতা » প্রধান সংবাদ » জলবায়ু ঝূঁকিতে পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা,স্বাস্থ্য ঝূঁকিতে নারী ও শিশু
বুধবার, ৫ জুলাই ২০১৭



---ছোটন সাহা, মনপুরা থেকে ফিরে

।।ভোলাবাণী।। জলবায়ু ঝূঁকিতে পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। গত কয়েক বছরের জোয়ারের উচ্চতা, নদী ভাঙন এবং পানিতে লবনাক্ততার পরিমান বহুগুনে বেড়ে গেছে। এতে কমে গেছে ফসলের উৎপাদন, বেড়েছে উদ্ভাস্ত মানুষের সংখ্যা। এতে নারী ও শিশুরা চরমভাবে স্বাস্থ্য ঝূকিতে পড়েছেন। এ অবস্থা থেকে দ্রুত ব্যবস্থা নেয়া না হলেও ভবিষ্যতে চরমভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা করছেন জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বললেন, জলবায়ু ট্রাস্ট প্রকল্পের কিছু প্রকল্প চলমান রয়েছে।
প্রায় চারশত বছরের পুরনো ভোলার জেলার প্রাকৃতিক সৌন্দর্য্যরে দ্বীপ মনপুরা। চারদিকে জলরাশি দ্বারা বেস্টিত এ দ্বীপের মানুষ সারাবছরই প্রকৃতিক দুর্যোগ ঝূূঁকিতে বসবাস করছেন। কিন্তু সেখানে নতুন করে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রায়। চারটি ইউনিয়নের বেশীরভাগ এলাকা জলবায়ু আক্রান্ত। এর প্রভাবে জীব বৈচিত্রের উপর মারাতœক প্রভাব পড়েছে। এতে খাদ্যের সন্ধানে প্রায় লোকালয়ে চলে আসতে দেখা যাচ্ছে হরিনকে।
মনপুরা ইউনিয়নের বাসিন্দা লোকমান হোসেন বলেন, আমরা উপকূলে বাস করি কিন্তু হঠাৎ করেই কিছু কিছু পরিবর্তন আমাদের ভাবিয়ে তুলেছে বিশেষ করে শীতের দিনে কম শীত এবং গরমের দিনে কম গরম লাগা। কখনও কখও আবার শীতের দিনে বৃষ্টি হওয়ায়।
কৃষক আব্বাস উদ্দিন বলেন, অদিনে বৃষ্টি এবং অতি জোয়ারে ফসল নষ্ট হয়, লবনাক্ত পানিতে ক্ষতিগ্রস্থ হয় ফসল। আমাদের ফসলের উৎপাদন অনেক কমে গেছে।
মনপুরা উপজেলার প্রবীন রাজনীতিবিদ সামসুদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, মনপুরা উপজেলায় এক লাখ মানুষের বসবাস। এখানকার চারটি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডই ঝুকির মধ্যে এরমধ্যে মনপুরা ইউনিয়ন ব্যাপক ভাঙ্গছে। প্রতিবছরই এর ব্যাপকতা অনেক বৃদ্ধি পাচ্ছে যা গত কয়েক বছর এমন ছিলো না।
এদিকে জলবায়ুর প্রভাবে গত কয়েক বছর থেকে জোয়ারের পরিমান বৃদ্ধি পেয়েছে, এর যাচ্ছে পাল্লা দিয়ে বেড়েছে নদী ভাঙনও। আর এ ভাঙনের কারনে গৃহহারা হয়ে উদ্ভাস্ত হচ্ছেন মানুষ। এতে স্বাস্থ্য ঝূঁকিতে পড়েছে নারী ও শিশুরা। এতে বাড়ছে নানা ধরনের অসুখ বিসুখ।
কয়েকজন নারী সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করেই শিশুদের রোগ বালাই বেড়েছে এতে মা ও শিশুরা ঝুকিতে রয়েছে। আগে বাচ্চা হলে মা কিংবা শিশুদের রোগ বালাই হতো না কিন্তু এখন বাচ্চাও অসুস্থ থাকে বাচ্চার মায়েরাও অসুস্থ থাকে।
মনপুরা প্রেসকাবের সভাপতি সুশিল সমাজের প্রতিনিধি মো: আলমগীর হোসেন বলেন, জলবায়ুর প্রভাবে কারনে চারদিকে ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে এতে আয়তন কমে মানচিত্র থেকে ছোট হয়ে আসছে মনপুরা। তাই জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে উচু বাধ নির্মান প্রয়োজন।
অপরদিকে শুধু ভাঙন নয় মনপুরাতে জলবায়ু পরিবর্তনের কারনে স্বাস্থ্য ঝূঁকি নিয়ে আতংকিত উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: মাহমুদুর রশিদের সাথে। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারনে প্রত্যক্ষভাবে নদী ভাঙন হচ্ছে যার ফলে মানুষ তার বসত বাড়ি চেইঞ্জ করছে। এতে শিশু ও মায়েরা অপুষ্টিতে ভুগছে। যে কারনে শিশুদের উচ্চতা বাড়ছে কিংবা ওজন বাড়ছে না। এছাড়াও গর্ভকালীন মায়ের ওজন কমে যাচ্ছে।
জানতে চাইলে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধূরী বলেন, কাইমেট চেইঞ্জের কারনে যেসব ক্ষতিসাধিত হচ্ছে তাদের মধ্যে ভাঙন একটি। এতে মানুষ গৃহহীন হচ্ছে তাদের পুনবাসনের বিভিন্ন চরে জমি বন্দোবস্ত দেয়ার লক্ষ্যে কাজ করছে মাননীয় মন্ত্রী। তিনি আরো বলেন, মনপুরা উপজেলার চারটি ইউনিয়নে লক্ষাধিক মানুষের বসবাস। সেখানে জলবায়ু তহবিলের কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, জলবায়ুর পরিবর্তনের হাত থেকে জনগনকে রক্ষা করতে কাজ করছে ইউনিসেফের একটি প্রকল্প বাস্তবায়ন করছে উপকুল নিয়ে কাজ করা সংস্থা কোস্ট ট্রাস্ট্র। তারা কিশোর-কিশোরীদের দিয়ে জলবায়ু সক্ষমতা বাড়াতে মানুষকে সচেতন করে তুলছে।
এ সংস্থার প্রকল্প কর্মকর্তা তানজিলুর রহমান রাফি বলেন, গত ৬ মাস আমরা জলবায়ু নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি নদী ভাঙনসহ বিভিন্ন ক্ষতির চিত্র। তাই আমরা কিশোর-কিশোরীদের দিয়ে স্থানয়ি জনগনতে জলবায়ু পরিবর্তন মোকাবেলা সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।
তবে জলবায়ু মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানালেন ভোলার জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিন। তিনি বলেন, জলবায়ু ট্রাস্টের আওতায় মনপুরাসহ কয়েকটি উপজেলা কাজ চলছে। এছাড়াও বেড়িবাধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ড নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে গত চার বছরে মনপুরা উপজেলায় ৬ কিলোমিটার বাধ ভেঙ্গে গেছে এতে গৃহহীন হয়েছে দুই হাজার মানুষ। তাই শুধু ভাঙ্গন রোধ নয়, জলবায়ু মোকাবেলায় সাগর দ্বীপ মনপুরাকে রক্ষার দাবী এলাকাবাসীর।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০১   ২১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ