ছোট হয়ে আসছে মনপুরার মানচিত্র

প্রথম পাতা » প্রধান সংবাদ » ছোট হয়ে আসছে মনপুরার মানচিত্র
সোমবার, ৩ জুলাই ২০১৭



মনপুরা মেঘনার অব্যাহত ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে জনপদ

---

মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে ছোট হয়ে আসছে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যের দ্বীপ উপজেলা মনপুরার জনপদ। মেঘনার তীব্র ¯্রােতে চর্তুদিক থেকে ভেঙ্গে কেবলই ছোট হয়ে আসছে। গত ৫ বছরে মেঘনার ভাঙ্গনে হাজার হাজার একর ফসলী জমি,ঘর বাড়ী হারিয়ে মানুষ এখন নিস্বঃ। সহায় সম্বল ভিটে মাটি হারিয়ে মানুষ বেড়ীর ঢালে কিংবা নতুন জেগে উঠা চরে মাথা গোঁজার ঠাই নিয়েছে। মেঘনার ভাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,পর্যটকদের আকর্ষনীয় স্থান,গুরুত্বপুর্ন স্থাপনা,ইউনিয়ন পরিষদ ভবন,মসজিদ,মন্দিরসহ বেশ কয়েকটি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

মেঘনার অব্যাহত ভাঙ্গনের ফলে ১নং মনপুরা ইউনিয়নের উত্তর মাথা দিয়ে তীব্র স্্েরতে মূল ভুখন্ড ভেঙ্গে কেবলই ভিতরে ঢুকছে। মেঘনার ভাঙ্গনের ফলে মনপুরার সবচেয়ে বড় বাজার রামনেওয়াজ বাজার,ইউনিয়ন পরিষদ ভবন সম্পুর্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিদিন শত শত মানুষ ভিটে মাটি হারিয়ে পথে বসতে শুরু করেছে। মনপুরা ইউনিয়নের আন্দিড়পাড়,মাছুয়াখালি,কুলাগাজী তালুক,কাচারির ডগিসহ ৫টি ওয়ার্ড সম্পুর্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এবং কাউয়ারটেক,সীতাকুন্ড,ঈশ্বরগঞ্জ মৌজার অধিকাংশ গ্রাম নদীর গর্ভে চলে গেছে। মনপুরা ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানগুলো অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

হাজির হাট ইউনিয়নেও ভাঙ্গনের কবলে । হাজির হাট ইউনিয়নের নাইবের হাট বাজার সম্পুর্ন নদীর গর্ভে চলে গেছে । এছাড়া পুর্ব সোনারচর ভেঙ্গে কেবলই ভিতরে ঢুকছে। চরজ্ঞান,দাসের হাট প্রায় সম্পুর্ন নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে উত্তর সাকুচিয়া ও দক্ষিন সাকুচিয়া মেঘনার ভাঙ্গনে কেবলই ছোট হয়ে যাচ্ছে। এভাবে ভাঙ্গতে থাকলে কয়েক বছরের মধ্যে মনপুরা সম্পুর্ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। হারিয়ে যাবে মূল ভুখন্ড থেকে মনপুরার মানচিত্র। দ্রুত নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ্উদ্যোগ গ্রহন করার জন্য দাবী জানাচ্ছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ।

রামনেওয়াজ বাজার ব্যাবসায়ী কিংকর চন্দ্র দাস,অরুন,অহিদ ডাক্তার বলেন,ইতি পূর্বে বাজারটি কয়েকবার স্থানান্তর করা হয়েছে। ব্যাবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অনেক ব্যাবসায়ী দেনার দায়ে পথে বসেছেন। এভাবে ভাঙ্গতে থাকলে ব্যাবসায়ীরা কোথায় যাবে। দ্রত মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার দাবী জানান ব্যাবসায়ীরা।

এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আক্তার চৌধুরী ইত্তেফাক সংবাদদাতাকে বলেন,মনপুরা পর্যটনের অপার সম্ভবনায় স্থান। প্রতিদিন মেঘনার ভাঙ্গনে মানুষ সহায় সম্বল হারিয়ে নিস্বঃ হয়ে পথে বসতে শুরু করেছে। মেঘনার ভাঙ্গন রোধে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা ১৯২ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ করিয়েছেন। বর্ষা শেষে ব্লকের কাজ শুরু হবে। ভাঙ্গন রোধে উপমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:১২:৪৪   ৪৭৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ