ভোলা বাণী : ভোলার সদর উপজেলায় বোরাকের চাপায় রুপা বেগম (০৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি বুড়ির মসজিদ এলাকার বাসিন্দা মোঃ বিল্লাল হোসেনের মেয়ে। সোমবার সকালে উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি বুড়ির মসজিদ এর সামনে এ দুর্ঘটানা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাড়ি থেকে এসে মসজিদে ঢুকছিল ওই সময় একটি দ্রুত গামী বোরাক তাকে চাপা দিলে শিশুটি মারাক্তক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করে। বরিশাল নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করন।
বাংলাদেশ সময়: ১৮:৩২:১৭ ১৯২ বার পঠিত |