রবিবার, ২ জুলাই ২০১৭

ফাতেমা খানম কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ

প্রথম পাতা » দৌলতখান » ফাতেমা খানম কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
রবিবার, ২ জুলাই ২০১৭



---স্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী।।
ভোলায় বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজসহ জেলার ৪৬টি কলেজে গতকাল শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম বর্ষের কাশ শুরুতে শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। রাজনীতি মুক্ত বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে নবী শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। এ কলেজে এ বছর একাদশ শ্রেনিতে ভর্তি হয়েছে ৭’শ জন। কলেজে শিক্ষার্থীর সংখ্য ৩ হাজার ৫শ জন। ৭’শ নবীন শিক্ষার্থীকে বরণ ও আলোচনা সভায় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাসেমের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বর্ডির সদস্য চেম্বার অব কমার্সের পরিচালক সফিকুল ইসলাম, দিঘলদী আওয়ামী লীগ সম্পাদক ও পরিচালনা পর্ষদের সদস্য কামাল হোসেন, কলেজ সিনিয়র শিক্ষক আবুল বাশির, সাংবাদিক শিক্ষক অমিতাভ অপু, শিক্ষক সুশান্ত মন্ডল, কবি হাওলাদার মাকসুদ, শিক্ষক খাদিজা আক্তার স্বপ্না, প্রভাষক মাকসুদুর রহমান, শিক্ষার্থীদের মধ্যে মোঃ আরিফ হোসেন, মাহবুবা তানজিয়া তনু, সবুজ প্রমুখ। এ ছাড়া ভোলা সরকারি কলেজ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, আলতাজের রহমান ডিগ্রি কলেজ, ওবায়দুল হক মহাবিদ্যালয়, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ, বোরহানউদ্দিন মহিলা কলেজ, সরকারি আব্দুর জব্বার কলেজ, চরফ্যাশন সরকারি কলেজ, ফাতেমা মতিন কলেজ, বন ও পরিবেশ উপমন্ত্রী অঅব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের পিতার নামে প্রতিষ্ঠিত অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ, মা’র নামে প্রতিষ্ঠিত রহিমা ইসলাম কলেজ, ভোলা সদরের নাজিউর রহমান কলেজ, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, ভাষা সৈনিক কলেজ, বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল কলেজ, রেবা রহমান কলেজ, শহীদ জিয়া আর্দশ স্কুল এন্ড কলেজ, হালিমা খাতুন স্কুল এন্ড কলেজ, ভেলুমিয়া কলেজ, ব্যাংকেরহাট কো-অপারেটিভ কলেজ, দৌলতখানের হালিমা খাতুন মহিলা কলেজ, দৌলতখান মহিলা কলেজ, তজুমদ্দিন মহিলা কলেজ, তজুমদ্দিন সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় কোন কোন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২:২১:১৪   ৮৭৩ বার পঠিত  |