ভোলায় পথ শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ করেছে “হেলফ্ এন্ড কেয়ার”

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় পথ শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ঈদবস্ত্র বিতরণ করেছে “হেলফ্ এন্ড কেয়ার”
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---

ইয়াছিনুল ঈমন ।।ভোলা প্রতিনিধি ।।ভোলাবানী।। যাদের কাছে ঈদের নতুন জামা,প্যান্ট মানে স্বপ্ন। আর তাদের পাশে নতুন পোষাক নিয়ে পাশে দাড়িয়েছে শিক্ষার্থীদের গড়ে তোলা নতুন একটি সংগঠন হেল্প এন্ড কেয়ার।

 

আজ ২৩ জুন বেলা সাড়ে ১১টায় ভোলা শহরের জেলা পরিষদ চত্ত্বরে এসব মা ও বাবা হারা পথশিশু এবং গরীব এতিম শিশুদের মাঝে পোষাক বিতরন করা হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তরুন শিল্পপতি মইনুল হোসেন বিপ্লব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে নতুন পোষাক তুলে দেন।

 

এসময় বিশেষ অতিথি ছিলেন,ভোলা নিউজ ২৪ ডটনেট সম্পাদক,টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সাধারন সম্পাদক মো: আফজাল হোসেন,হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন অমি,সংগঠনের সভাপতি আকলিমা টুকু,সাধারন সম্পাদক রবিন,ইভা রহমান,অভনি খান, রাকিব,সিহদ, সামাদ,ফাহিম,সিয়াম,আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় শহরের বিভিন্ন স্থান থেকে নিয়ে পথ শিশুরা নতুন জামা পড়ে আনন্দ-উৎস প্রকাশ করে। শুধু পথ শিশুই নয় পাঞ্জাবিও দেয়া হয়েছে অহসায় গরিবদেরকেও। বক্তারা বলেন,এভাবে হেল্প এন্ড কেয়ার এর কার্যক্রম চলবে।

 

ঈদের আগে একই ভাবে পথশিশুদের হাতে মেহেদী একে দেয়ার কার্যক্রম রেয়েছ। শুধু তাই নয়,যত সামাজিক কাজ রয়েছে সবই করবে এই সংগঠনটি।

 

আজ বিকালে ভোলার বন্যা নিয়ন্ত্রন বাঁধে অসহায় হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরন করার কথা রয়েছে। নতুন পোষাক পেয়ে শিশুরা বলেন,এভাবে আমাদেরকে কেউ কখনোই আদর করে না। নতুন পোষাক দেয় না। মা ও বাবা না থাকায় কেউ খোজ-খবর পর্যন্ত নেয় না

বাংলাদেশ সময়: ১৮:০৬:৫৯   ৩৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ