বিআইডব্লিউটিসির ‘ডবল ট্রিপ’ ঈদ স্পেশাল সার্ভিস শুরু

প্রথম পাতা » বরিশাল বিভাগীয় সংবাদ » বিআইডব্লিউটিসির ‘ডবল ট্রিপ’ ঈদ স্পেশাল সার্ভিস শুরু
শুক্রবার, ২৩ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে ঢাকা-বরিশাল নৌরুটে ডবল ট্রিপ (স্পেশাল সার্ভিস) শুরু করেছে রাষ্ট্রীয় নৌ-যান সংস্থা বিআইডব্লিউটিসিসহ বেসরকারি লঞ্চ কোম্পানিগুলো।

বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকা নদীবন্দর থেকে বেসরকারি লঞ্চ কোম্পানির নিয়মিত সার্ভিসের ৬টি লঞ্চের সঙ্গে স্পেশাল সার্ভিসের আরও ৩টিসহ মোট ৯টি লঞ্চ যাত্রী বোঝাই করে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে।

লঞ্চগুলো হলো এমভি পারাবত-১০ ও ১২, এমভি সুন্দরবন-৮ ও ১০, এমভি সুরভী-৭ ও ৯, এমভি কীর্তনখোলা-১, এমভি টিপু-৭ এবং এমভি তাসরিফ-৪।

একইভাবে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে বিআইডব্লিউটিসির ডবল ট্রিপ (স্পেশাল সার্ভিস) শুরু হয়েছে। আজ সন্ধ্যার পর এমভি বাঙালি ও এমভি মধুমতি যাত্রী বোঝাই করে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে আসে। আগামী ২ জুলাই পর্যন্ত বিআইডব্লিউটিসির ডবল ট্রিপ চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে বেসরকারি মালিকাধীন লঞ্চগলোর মধ্যে ৭টি বিলাসবহুল লঞ্চ আগামীকাল ভোর রাতে বরিশাল নদীবন্দরে যাত্রী নামিয়ে ডবল ট্রিপের লক্ষ্যে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

শুধু এমভি পারাবত-১০ নামে একটি লঞ্চ নিয়মিত সার্ভিসে বরিশাল নদীবন্দরে অবস্থান করে আগামীকাল শুক্রবার সন্ধ্যায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে বরিশাল আসা ৫টি লঞ্চের মধ্যে একটি এমভি সুন্দরবন-১০ ডবল ট্রিপের উদ্দেশে বরিশাল ত্যাগ করেছে। অপর ৪টি লঞ্চ এমভি ফারহান-৮, এমভি কীর্তনখোলা-২, এমভি সুরভী-৮ এবং এমভি পারাবত-৯ সন্ধ্যার পর বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সন্ধ্যায় ঢাকা প্রান্তে অবস্থানরত এমভি পারাবত-১০ লঞ্চের সুপারভাইজার নজরুল ইসলাম খান জানান, অন্যান্য বছরের এই দিনে মানুষের ভিড় দেখা যায়, আজ বৃহস্পতিবার তেমন দেখা যাচ্ছে না। এর কারণে হিসেবে তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেননি। এ কারণে তুলনামূলক ভিড় কম হয়েছে।

লঞ্চে কেবিন যাত্রীর চাপ থাকলেও ডেকে যাত্রীর সংখ্যা কম। তবে ঈদের আগে আগামী কয়েকদিন যাত্রী চাপ বাড়তে থাকবে বলে তিনি জানান।

লঞ্চ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, ২১ জুন দিবাগর রাত থেকেই মূলত নৌ রুটে ডবল ট্রিপ শুরু হয়েছে। ঈদের আগে ঢাকা থেকে এবং ঈদের পর এক সপ্তাহ বরিশালপ্রান্ত থেকে ডবল ট্রিপ (স্পেশাল সার্ভিস) অব্যাহত থাকবে।

বরিশাল-ঢাকা রুটে ২০টিসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলা, হুলারহাট, বাগেরহাট এবং মাদারীপুর রুটে শতাধিক নৌযানে ঈদের যাত্রী পরিবহন করা হচ্ছে বলে জানান রিন্টু।

বিআইডব্লিউটিসির এজিএম সৈয়দ আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে দক্ষিণাঞ্চল রুটে সপ্তাহে ছয়দিন সরকারি জাহাজ চলাচল করত। তবে ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে ডবল ট্রিপ শুরু হয়েছে। আজ সন্ধ্যার পর এমভি বাঙালি ও এমভি মধুমতি যাত্রী বোঝাই করে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে আসে।

তিনি জানান, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ঢাকা থেকে দুটি করে জাহাজ ছেড়ে আসবে। একইভাবে ঈদের পরে দক্ষিণাঞ্চল থেকে দু’টি করে জাহাজ ছেড়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৩৯   ৩৩৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বরিশাল বিভাগীয় সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক আলোচনায়ভোলায় দুর্যোগের সম্মুখিন হওয়া মানুষদের বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: জেলা প্রশাসক
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত ॥
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?

আর্কাইভ