মনপুরায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ পালিত
রবিবার, ১৮ জুন ২০১৭



---

মোঃ ছালাহউদ্দিন ।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা॥ মনপুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তর এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার।

উদ্ভোধন পর পরেই উপজেলা হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের ৯জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

মেধা যাচাই পরীক্ষার আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এবং মেধা যাচাই পরীক্ষায় বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী পল্লীউন্নয়ন অফিসার মোঃ সুমন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র হাওলাদার ও শ্রীমান্ত চন্দ্র দাস।

মেধা যাচাই পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছেন হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র প্রত্যয় মজুমদার,দ্বিতীয় স্থান অধিকার করেছেন উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আবদুল্যাহ অসি, তৃতীয় স্থান অধিকার করেছেন ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ আজাদুর রহমান এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের বিজ্ঞান বিষয়ের ছাত্রী নাফিসা সুলতানা তানহা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মনোয়ারা বেগম মহিলা কলেজের বিজ্ঞান বিষয়ের ছাত্রী আমেনা বেগম সুইটি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সাকুচিয়া আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব কলেজের ছাত্র মোঃ রিয়াজুল ইসলাম।

পরে উপজেলপা নির্বাহী অফিসার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২১   ১৯৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে
উপজেলা পরিষদ নির্বাচন ২৪নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, সবাই কেন্দ্রে এসে ভোট দিবেন: মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ