সরকার ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল কিনবে

প্রথম পাতা » জাতীয় » সরকার ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল কিনবে
বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭



---।।ভোলাবাণী।। ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল ও দুই লাখ মেট্রিক টন আতপ চাল ভিয়েতনাম থেকে জিটুজি পদ্ধতিতে আমদানি করা হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। চাল আমদানি করতে কত দিন লাগবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জিটুজি পদ্ধতিতে এসব চাল আমদানি করা হবে। তাই বেশি সময় লাগবে না।

চাল আমদানির ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার হবে কিনা- সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজেট পাসের আগে এসব বিষয়ে খোলাখুলি কিছু বলা ঠিক হবে না।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, আমদানি করা সেদ্ধ প্রতি মেট্রিক টন চালের দাম পরবে ৪৭০ ডলার। সে হিসেবে ৫০ মেট্রিক টন চাল আমদানি করতে মোট খরচ পরবে ১৯৫ কোটি ৫ লাখ টাকা। আর প্রতি মেট্রিক টন আতপ চালের দাম পরবে ৪৩০ ডলার। সে হিসেবে আতপ চালে মোট খরচ হবে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা। এসব চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর ও ৪০ শতাংশ আসবে মংলা বন্দর দিয়ে। ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দরপত্র আহ্ববান ছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জিটুজি পদ্ধতিতে ভিয়েতনাম থেকে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১০:৪০:৫৭   ২৩৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ