বুধবার, ১৪ জুন ২০১৭

লালমোহনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে র‍্যালি ও পথ সভা অনুষ্ঠিত
বুধবার, ১৪ জুন ২০১৭



---

।।ভোলাবাণী।। লালমোহন প্রতিনিধি: রক্ত দিন রক্ত নিন জীবন বাঁচান’ এই স্লোগানকে প্রতিপাদ্য বিষয় ধরে ভোলার লালমোহনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ব্লাড এক্সচেঞ্জ (BLOOD EXCHANGES) সামাজিক স্বেচ্ছাসেবক মূলক গ্রুপের পক্ষ থেকে পুরো উপজেলা জুড়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি লালমোহন চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।মাঝখানে কয়েকটি পথসভা করে সাধারণ মানুষদের স্বেচ্ছায় রক্ত দান এবং টাকা ছাড়া রক্ত গ্রহণ করার জন্য উদ্ভুদ্ধ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেছেন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তথ্য প্রযুক্তি প্রভাষক শামিম রেজা,সদস্য মুরাদ,বাপ্পি এবং লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাক্তার সন্তােস কুমার সরকার,ডা:শারমিন আক্তার সহ অন্যান্য ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

এসময় ডা:সন্তোস কুমার সরকার বলেন ব্লাড এক্সচেঞ্জ সংগঠনটি উপজেলায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন করে আসছে অনেক আগেই। পাশাপাশি সংগঠনটি রক্ত দাতা এবং গ্রহিতাকে বিনামূল্যে রক্ত দানে আগ্রহ বাড়াচ্ছে বলে আমার বিশ্বাস। আমরা হাসপাতালে এই সংগঠনের কল্যাণে খুব দ্রুত মুমূর্ষু ব্যক্তিকে রক্ত সরবরাহ দিতে পারছি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪২   ৩৬৬ বার পঠিত  |