আগামী নির্বাচনে আওয়ামীলীগ হ্যাটট্রিক বিজয় আর বিএনপি হ্যাটট্রিক পরাজয় বরণ করবে-চরফ্যাশনে উপমন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » আগামী নির্বাচনে আওয়ামীলীগ হ্যাটট্রিক বিজয় আর বিএনপি হ্যাটট্রিক পরাজয় বরণ করবে-চরফ্যাশনে উপমন্ত্রী জ্যাকব
শনিবার, ১০ জুন ২০১৭



---

মিজান নয়ন।।ভোলাবাণী।।চরফ্যাশন ব্যুরো॥
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন- বিগত নির্বাচনে বিএনপি বলেছিল আওয়ামীলীগ ৩০টির বেশী আসন পাবেনা । তাদের দাম্ভিকতার কারনে ঐ নির্বাচনে তারা ২৯টি আসন পেয়েছিল। আর আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ট আসন পেয়ে সরকার গঠন করেছিল। আবার এখন বলছে জনগন আওয়ামীলীগকে এক কাপড়ে বিদায় করে দিবে আসলে বিএনপি ক্ষমতা হারিয়ে এখন আবোল তাবোল বকছে। মাননীয় প্রধান মন্ত্রীর যোগ্য নেতৃত্বে যে ভাবে দেশে উন্নয়ন হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে জনরায়ে তৃতীয় বারের মতো আওয়ামীলীগ হ্যাটট্রিক বিজয় অর্জন করবে আর বিএনপি হ্যাটট্রিক পরাজয় বরণ করবে। আজ শনিবার বিআরডিবি’র ৩৩তম বার্ষিক সাধারণ সভায় যোগদান, দুপুরে নুরাবাদ বাইপাশ সড়ক পাকা ও প্রশস্তকরণ কাজ ও দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার ভবন উদ্বোধন এবং দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।উপমন্ত্রী আরো বলেছেন-আওয়ামীলীগের শাসনকালে দেশে দৃশ্যমান উন্নয়ন ও অগ্রগতির সুফল ভোগ করছে সাধারন মানুষ। প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিকতায় নজিরবিহীন উন্নয়ন কাজ হয়েছে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনেও। পরপর দু’বার সুযোগ দেয়ায় পাকারাস্তা,ব্রীজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাধ,নদীভাঙ্গন রোধ, মসজিদ মাদ্রাসা নির্মাণ, ২টি থানা, ৭টি ইউনিয়ন আর তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, কোর্ট এবং পানি উন্নয়ন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা মানুষের হাতের কাছে পৌছে দেয়া সম্ভব হয়েছে।অল্প কয়েক দিনের মধ্যে দুলার হাট থানার মর্যাদা লাভ করবে।
উপমন্ত্রী বলেন-প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০২১সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। আর চরফ্যাশন ও মনপুরাকে মডেল উপজেলায় রুপান্তরিত করা হবে।
সুধী সমাবেশে উপমন্ত্রী সম্প্রতি ঘূর্ণি ঝড়ে নুরাবদ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবার সমুহের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মো.মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আমীনুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, কুকরী মুকরী ইউপি চেয়ারম্যান ও চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৯   ২৬৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ