আর একবার সুযোগ পেলে চরফ্যাশন ও মনপুরাকে মডেল উপজেলায় পরিনত করা হবে - উপমন্ত্রী জ্যাকব

প্রথম পাতা » চরফ্যাশন » আর একবার সুযোগ পেলে চরফ্যাশন ও মনপুরাকে মডেল উপজেলায় পরিনত করা হবে - উপমন্ত্রী জ্যাকব
শুক্রবার, ৯ জুন ২০১৭



---মিজান নয়ন।।ভোলাবাণী।। চরফ্যাশন ব্যুরো॥
আওয়ামীলীগের শাসনকালে দেশে দৃশ্যমান উন্নয়ন ও অগ্রগতির সুফল ভোগ করছে সাধারন মানুষ। প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিকতায় নজিরবিহীন উন্নয়ন কাজ হয়েছে দ্বীপজেলা ভোলার চরফ্যাশনেও। যে উন্নয়ন দেখে চরফ্যাশনের মানুষ মুগ্ধ,দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা বিষ্মিত। পরপর দু’বার সুযোগ দেয়ায় পাকারাস্তা,ব্রীজ কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাধ,নদীভাঙ্গন রোধ, মসজিদ মাদ্রাসা নির্মাণ, ২টি থানা, ৭টি ইউনিয়ন আর তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনসহ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ, কোর্ট এবং পানি উন্নয়ন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা মানুষের হাতের কাছে পৌছে দেয়া সম্ভব হয়েছে। আর একবার সুযোগ পেলে চরফ্যাশন ও মনপুরাকে মডেল উপজেলায় পরিনত করা হবে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এসব কথা বলেছেন।
প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন-চেয়ারম্যান বাজার সড়ক পাকা ও প্রশস্তকরণ কাজের উদ্বোধন উপলক্ষে চেয়ারম্যান বাজারে হাজারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরো বলেন,বিএনপির আমলে উন্নয়ন হয়নাই দুর্ণীতি হয়েছে লুট পাট হয়েছে সন্ত্রাস হয়েছে।তারা সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে,ঝুলুম করেছে, চাঁদা বাজি করেছে,আমাদের দলীয় নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে। চরমানিকাতে বেড়ীর উপর এক কিলোমিটার পাকা রাস্তার জন্য তার কাছে আবেদন করেছিল সেখানের মানুষ, কিন্তু ঐ ব্যর্থ এমপি নাজিম উদ্দিন আলম বলেছেন ভেড়ী পাকা করার কোন আইন নাই।আইনকি? আইন হলো জনগনের স্বার্থে আমি এমপি হওয়ার পর বিভিন্ন বেড়ী বাঁধ পাকা করে সেটা প্রমান করেছি। সাবেক এমপি নাজিম উদ্দিন আলম দশ বছর এমপি থাকার শেষ মেয়াদে যখন আমি চরফ্যাশনে নির্বাচন করতে আসি তখন চরফ্যাশন-চেয়ার ম্যান বাজার রাস্তারটির অবস্থা কেমন ছিল আমি শুধু তা স্বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তখন আমরা এই চেয়ারম্যান বাজারে আসতে পারিনাই। রাস্তার উপরে পুকুর ছিল পানি ছিল চরফ্যাশন থেকে এই পর্যন্ত আসতে প্রায় দেড় থেকে ২ঘন্টা সময় লাগতো। শুধু তাই নয় তার আমলে চরফ্যাশন থেকে দক্ষিণ আইচা এবং চরফ্যাশন থেকে ভোলার রাস্তার অবস্থা খারাপ ছিল তখন মানুষ বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে আঁকা বাঁকা পথে ভোলায় যেত।

---উপমন্ত্রী বলেন,সামরাজ থেকে যাতে মানুষ বেতুয়া লঞ্চ ঘাটে যেতে পারে সেই নতুন বেড়ী বাধ কাজ ও বর্ষার পরে আমরা আরম্ভ করবো। ইউনিয়ন পর্যায়ে আমি যে রাস্তা করেছি এত প্রসস্ত রাস্তা বাংলাদেশের কোথায়ও নেই। উপমন্ত্রী বলেন,আমার পিতা তিন বার সংসদ নির্বাচন করে ২বার নির্বাচিত হয়েছিল। ৮৮’র নির্বাচনে আমার পিতা হারে নাই, তাকে জোর করে হারানো হয়েছিল। ২০০১’র নির্বাচনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভাবে জাফর উল্যাহ চৌধুরীকে যদি ধার করিয়ে দেয়া না হত তাহলে আমিও ঐ নির্বাচনে হারতামনা । আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক ভোট দিয়ে এই এলাকার মানুষ আমাকে হ্যাট্রিক বিজয় করবে। তিনি জলদস্যু দমনসহ চেয়ারম্যান বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ীদের আশ্ব্যস্ত করেন। হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হাওলাদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, হাজারীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মুজিব প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:২৩   ২০১০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ