জ্বীন চক্রের নতুন কৌশল!জামিনের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রথম পাতা » বোরহানউদ্দিন » জ্বীন চক্রের নতুন কৌশল!জামিনের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
বুধবার, ৭ জুন ২০১৭



---।।ভোলাবাণী।। বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার জ্বীন খ্যাত কাচিয়া ইউনিয়নে নতুন কৌশলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কাচিয়া ৫নং ওয়ার্ডে ছেলে রিয়াদ কে জেল থেকে জামিন করে দেয়ার কথা বলে তার পিতা আবু তাহের এর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে একই এলাকার মোসলে উদ্দিন (মুসার) বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আবু তাহের এর ছেলে রিয়াদ স্ত্রী’র দায়ের কৃত যৌতুক মামলায় জেল হাজতে রয়েছে। রিয়াদ কে জামিনে ছাড়িয়ে আনতে পাশের বাড়ী’র মোসলে উদ্দিন (মুসা) তৎপর হয়ে উঠে। মুসা মোটা অংকের টাকা দাবী করেন বলেন তার কাছ লোক আসে দিনাদিন রিয়াদ কে জামিনে নিয়ে আসতে পারবে। ছেলে জেল হাজত থেকে আসবে তাই ছেলের বাবা কে ৫ কেজি মিষ্টি কিনে রাখতে বলেন। এ কথা শুনে আবু তাহের গরু বিক্রি সহ ধার দেনা করে মুসা কে বিভিন্ন সময়ে তার দাবীকৃত ২৮ হাজার, ২০ হাজার ও পরে ১৩ হাজার টাকা সহ ৬১ হাজার টাকা দেয়। কিন্তু তার ছেলেকে জামিন করাতে পারে নি। প্রথমে টাকা দেয়ার কথা স্বীকার করলেও পরে টাকা দিতে গরিমসি করছে। এখন টাকা চাইলে উল্টো একাধিক মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।
ওই এলাকার লোকজন বলে জ্বীন চক্রের এটা নতুন কৌশল কারোও ছেলে -সন্তান জেল হাজতে থাকলে এলাকায় এসে জামিনের নামে ব্যাপক অর্থ বাণিজ্যে করছে।
এব্যাপারে আবু তাহের জানান, আমার ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনার কথা বলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৬১ হাজার টাকা নেয় মোসলে উদ্দিন (মুসা)। আমার ছেলেকে দীর্ঘ দিনেও জামিন করাতে না পারায় টাকা ফেরত চাওয়ায় মুসা এবং তার ছেলে আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এমন কি আমার বাড়ীর গাছপালা ও ফসলাদি জোর পূর্বক সে নিয়ে যায়। তিনি এ টাকা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে মোসলে উদ্দিন (মুসা) ১৩ হাজার টাকার কথা স্বীকার করে বলেন, জামিনের জন্য কুঞ্জেরহাটের নয়ন কে সে এ টাকা দেয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:১১   ৩১২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


নিখোঁজের ৩ দিনপর পুকুরে মিললো বৃদ্ধের মরদেহ, পরিবারের দাবি হত্যা
কাচিয়া ইউনিয়নের ওয়ার্ড উপনির্বাচনে ১৩ প্রার্থী
ইলিশ মাছ রান্না না করায় বোরহানউদ্দিনে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
বোরহানউদ্দিনে পরিত্যক্ত ৩শত কেজি চাল উদ্ধার
বোরহানউদ্দিনে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ১০ হাজার টাকা জরিমানা
ভোলায় শ্রেষ্ঠ ওসি বোরহানউদ্দিন থানার শাহীন ফকির নির্বাচিত
বোরহানউদ্দিনে চাচার সঙ্গে বিদ্যুৎ সংযোগে মাছ ধরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
বোরহানউদ্দিনে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল বোরহানউদ্দিনে এমপি মুকুলকে সংবর্ধনা

আর্কাইভ