বোরহানউদ্দিনে অসহায়কে ভিটেমাটি থেকে উৎচ্ছেদের পায়তারা করছে আকবর গং; থানায় অভিযোগ দিয়েও সুফল মিলে নি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে অসহায়কে ভিটেমাটি থেকে উৎচ্ছেদের পায়তারা করছে আকবর গং; থানায় অভিযোগ দিয়েও সুফল মিলে নি
শনিবার, ৩ জুন ২০১৭



 

---

বোরহানউদ্দিন প্রতিনিধি, ।।ভোলাবাণী।। ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সামছল হক নামে এক ব্যক্তিকে নিজ ভিটে মাটি থেকে উৎচ্ছেদের পায়তারা করছে একই এলাকার আকবর গংরা। ওই অসহায় পরিবারের উপর একাধিক বার হামলা ও মালামাল লুটপাট এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এদিকে আকবর গংদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েও সুফল পায় নি এ অসহায় ব্যক্তি বরং রাতের আধাঁরে তার ঘরে পুনরায় হামলা করার অভিযোগ পাওয়া গেছে।

সূত্রমতে জানা গেছে, সাচড়া ৫নং ওয়ার্ডে এস,এ ৯১ খতিয়ান ৬২৮,৬২৯ এস.এ দাগে সামছল হক তার ওয়ারিশ সম্পত্তিতে ঘর উত্তোলন করে বসবাস করছে। ওই জমিতে তার নামে জরিপে পরচাও হয়েছে। ঘর উত্তোলনের পর থেকে একই এলাকার আকবর হোসেন মীর পিতা মুজাফর মীর গংরা সামছল হক কে ওই ভিটেমাটি থেকে উৎচ্ছেদের পায়তারা করে। এতে ওই অসহায় সামছল হক কের পরিবারের উপর একাধিক বার হামলা, মালামাল লুটপাট ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৭-৫-১৭ ইং তারিখে সামছল হক বাদী হয়ে মামলা করে। মামলা নং- ১৪১। মামলার পর থেকে তার উপর আরোও চওড়া হয়ে উঠছে আকবর গংরা। এদিকে মামলার পর থেকে আকবর গংরা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগ রয়েছে। হামলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েও কোন ব্যবস্থা না নিয়ে চলে আসেন বলে ভুক্তভোগি পরিবার জানান।

আকবর গংরা সামছল হক থেকে বিত্তশালী হওয়ায় টাকা দিয়ে সব কিছুই অসম্ভব কে সম্ভব করে যাচ্ছে। সামছল হক কি তার ভিটে মাটি টুকু পাওয়ার আশা করতে পারে সে দিকে কি একটু নজর দিবেন কি সংশ্লিষ্ট প্রশাসন সে দিকে তাকিয়ে রয়েছে ভুক্তভোগি পরিবার সহ সমাজের সচেতন মহল।

অসহায় সামছল হক অভিযোগ করে বলেন, আমার বাবার ওয়ারিশী ভোগ দখলীয় জমিতে ঘর উত্তোলন করি। ঘর উত্তোলন করার পর থেকে আকবর মীর এর নেতৃত্বে রিয়াজ, মনির, সুমন গংরা একাধিক বার আমার ঘরে হামলা করে আমার মেয়ে, স্ত্রী এবং আমাকে মারধর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। সমাজে কোন বিচার পায় নি। আমাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আমি থানায় একটি মামলা দিয়েছি। ওই মামলার খোঁজ খবর নিতে থানায় আসার কারণে ১-৬-১৭ ইং রাত দেরটার দিকে আমার ঘরে পুনরায় হামলা করে আমার ঘরে বেড়াতে আসা কুলসুম বেগমের কানের স্বর্ণ, গলার চেইন সহ স্বর্ণ আলংকার নিয়ে যায় আকবর গংরা। ওই সময় কুলসুম কে গলায় টিপে হত্যা করার চেষ্টা করে এবং তারা নানা রকম হুমকি ধামকি দিয়ে এ ঘর ভেঙ্গে এখান থেকে চলে যেতে বলেন। আমি নিরিহ মানুষ। আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি যাতে আমার পিতার ভিটে মাটিতে থাকতে পারি তাহার যথাযথ ব্যবস্থা করতে প্রশাসন সহ উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে আকবর এর স্ত্রী ফুলরা বেগম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওদের ওয়ারিশ থেকে আমরা জমি ক্রয় করেছি। এ জমিতে এসে তারা বর্তমানে ঘর উত্তোলন করে।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার এস,আই রেজাউল করিম জানান, হামলার ঘটনা শুনে এলাকায় গিয়েছি। আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করতে পারছি না।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাহমুদুর রহমান জানান, হামলার ঘটনা এক মহিলা থেকে শুনেছি। পুলিশ কে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে বলেছি।

বাংলাদেশ সময়: ২০:০১:১৯   ১২৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ