ফেইস বুকের অপব্যবহার; বোরহানউদ্দিন ঐতিহ্যবাহি আব্দুল জব্বার কলেজের বিরুদ্ধে অপপ্রচার ॥ থানায় জিডি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেইস বুকের অপব্যবহার; বোরহানউদ্দিন ঐতিহ্যবাহি আব্দুল জব্বার কলেজের বিরুদ্ধে অপপ্রচার ॥ থানায় জিডি
বৃহস্পতিবার, ১ জুন ২০১৭



 

---

আবদুল মালেক; বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ বর্তমান যুগে যোগাযোগ মাধ্যমের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেইস বুক। আর এ ফেইস বুকে ফ্যাক আইডির ব্যবহারও আশংকা জনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে সরকার সহ নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে নানা রকম অপপ্রচার চালায় একটি চক্র। তেমন একটি চক্র দু’টি ফ্যাক আইডি দিয়ে ভোলা বোরহানউদ্দিন ঐতিহ্যবাহি ৪৫ বছরের পুরাতন বিদ্যাপিট আব্দুল জব্বার কলেজ নিয়ে নানা রকম অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

অপপ্রচারকারী উক্ত ফেইসবুক আইডি দু’টির বিরুদ্ধে ২৩-৫-১৭ ইং তারিখে কলেজ উপাধ্যক্ষ মো: মোফাজ্জল হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় জিডি করেছে। যার নং-১০১৫।

জিডি সূত্রে জানা গেছে, বিগত এইচ,এস,সি ভর্তির সময় ও বর্তমানে এইচ,এস,সি একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া চলাকালিন বিগত কয়েকদিন যাবত ঋধঃবসধ ইরহঃবু অনফঁষষধয ও গড়যঁফফরহ গঁহহধ নামক ২টি ফেইসবুক আইডি থেকে আব্দুল জব্বার কলেজের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা ও বানোয়াট পোষ্ট দিয়ে ফেইস বুক এর মত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ, অসৎ উদ্দেশ্য মূলক।

এব্যাপারে অত্র প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস.এম গজনবী জানান, কলেজ ক্যাম্পাসে সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারিতে রাখা ছাড়াও প্রতিদিন শিক্ষকমন্ডলির সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম দ্বারা শিক্ষার্থীদের এক্টিভিটিজ পর্যবেক্ষণ, শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের গ্রুপ করে তত্ত্বাবধায়ক শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের পাঠ উন্নয়ন পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের নিরাপত্তা বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা করে থাকে।

এ সমস্ত দিক ও মান সম্মত শিক্ষার কথা বিবেচনা করে ভর্তির ক্ষেত্রে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ১ম পছন্দ থাকে আব্দুল জব্বার কলেজ। তাই কলেজটির সুনামক্ষুন্ন করার লক্ষ্যে একটি কুচক্রি মহল এ ধরনের অপপ্রচারের লিপ্ত রয়েছে। এ অপপ্রচারকারী ফেইসবুক আইডি দু’টির বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও তিনি জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন থানার দায়িত্বরত অফিসার ইন-চার্জ অসীম কুমার সিকদার জানান, সাধারণ ডায়েরীর পর এসকল তথ্য এসপি হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। ফেইস বুক আইডি দু’টি ফ্যাক হওয়ায় কোন তথ্য উৎঘাটন করা সম্ভব হয়নি। তবে এটি শিবির-জামায়েতের অপপ্রচার বলে তিনি জানান।
ছবি: বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ ক্যাম্পাস।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:০০   ৫৬৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৬২২ ফিলিস্তিনি নিহত
মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্রস্থান সচিবের পরিদর্শন ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও ভোলায় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি পাচ্ছেন না গ্রাহকরা।
লালমোহনে জাগোনারী’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দুই মাসের নিষেধাজ্ঞার পর ভোলায় মধ্যরাত থেকে মাছ শিকারে নামবেন জেলেরা
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার

আর্কাইভ