ভোলায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭



---ভোলাবাণী,বিশেষ প্রতিনিধি ॥
বাল্য বিবাহ প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার সদর উপজেলার এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ধনিয়া ইউনিয়নের এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় । এতে স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে থাকে।
ইউনিসেফ এর সহযোগীতায় কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে স্কুল ক্যাম্পেইনে- নাচ,গান,গজল, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগীতা ও বাল্য বিবাহ প্রতিরোধে নাটিকা অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: নুরনবী । এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদার,সহকারী শিক্ষক মো: ফারুক,মুছাকালিমুল্লা,মো: মহিউদ্দিন, দিপুক কুমাড়, বিলকিছ আক্তার, খালেদা ইয়াছমিন,সাবিনা ইয়াসমিন,নুর মোহাম্মোদ,মনির হোসেন,দিনেশ চন্দ্র রায় প্রমুখ।
ধনিয়া ইউনিয়নের ইসিএম প্রকল্পের সমন্বয়কারী আদিল হোসেন তপু, কিশোর ক্লাবের দল নেতা ইমরান চৌধুরী প্রমুখ ।

---এসময় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির গড়ার কারিগর। কিন্তু সেই কন্যা শিশুটির যদি ১৮ বছর এর আগে বিয়ে হলে শিশুরা সন্তান ধারণ, জন্মদান ও লালন-পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকে না। কিশোরী বয়সে বিয়ে হলে নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে থাকে। কিশোরী মা অসুস্থ শিশুর জন্ম দেয়, এতে শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে। এমনকি মায়েরও মৃত্যু হতে পারে বলে তারা জানান।
বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ ও দরিদ্রতার কারণে বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। এটি রোধ করা না গেলে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। এ জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও বেশি আন্তরিক হতে হবে।
প্রতিযোগিতার বিজয়ীরা হলেন গজল এ ১ম স্থান- মোর্শেদ,২য় স্থান জেসমিন,৩য় স্থান- শাহনাজ। গানে বিজয়ীরা হলেন- প্রথম স্থান অধিকার করেন- নিজাম উদ্দিন, ২য় স্থান-মালা, ৩ য় স্থান অধিকার করেন- হাসান ।আবৃত্তিতে- ১ম স্থান-নাহিদা,২য় স্থান-শাকিল, ৩য় স্থান-খাদিজা । নৃত্য প্রথম স্থান অধিকার করেন- ১ম স্থান অধিকার করেন- মুন্নী বেগম, ২য় স্থান অধিকার করেন- জায়েদা ৩য় স্থান অধিকার করেন-মারিয়া ।
চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার মিথিলা, ২য় স্থান অধিকার করেন -রেশমা,৩য় শান্ত
বাল্য বিবাহর উপর সচেতনতা মূলক নাটক পরিবেশন করেন- জেসমিন, শিলা, নিপা, রুবিনা, মুন্নি,সাহনাজ, নিরুতাজ, সিমা, সোনিয়া, লিজা, আনোয়ার, রাকিব, তারেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ৯:৪৭:০২   ৪৮০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ