শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

প্রথম পাতা » প্রধান সংবাদ » শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশে ছাত্রলীগের আনন্দ র‌্যালী
বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭



---ভোলাবাণী:প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে দেশব্যাপি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী করেছে ছাত্রলীগ। দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ, থানা ও পৌর ইউনিটে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনে বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিন থেকে আনন্দ র‌্যালী শুরু হয় । র‌্যালীটি মধুরক্যান্টিন, কলাভবন, কেন্দ্রীয় লাইব্রেরী ঘুরে শাহবাগের দিকে যায়। পরে সেখান থেকে ঘুরে টিএসসি হয়ে ফের মধুর ক্যান্টিনে এসে র‌্যালীটি শেষ হয়।
র‌্যালীতে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সাহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাবি ও হল পর্যায়ের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।

একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারী, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষীপুরসহ সকল জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটে এ কর্মসূচী একযোগে পালন করা হয়।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে স্বজন হারানোর বেদনা নিয়ে প্রিয় মাতৃভ‚মিতে প্রত্যাবর্তন করেন। এ বছর তার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শেখ হাসিনা যেদিন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, সেদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ছিল সর্বব্যাপী সামাজিক ও রাষ্ট্রীয় দুর্যোগ। সামরিক স্বৈরশাসনের অন্ধকারে নিমজ্জিত স্বদেশে তিনি হয়ে ওঠেন আলোকবর্তিকা অন্ধকারের অমানিশা দূর করে আলোর পথযাত্রী।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:১২   ১৩৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে
ভোলা সদর উপজেলা নির্বাচনমটরসাইকেল ও উড়োজাহাজ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার মেয়ে অহনার ১ম স্থান অর্জন
মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষনা ॥ ১ জনের মনোনয়ন বাতিল ॥
এসএসসির ফলাফল জানা যাবে যেভাবে

আর্কাইভ