সোমবার, ১৫ মে ২০১৭

নতুন স্বয়ংক্রিয় গাড়ি

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » নতুন স্বয়ংক্রিয় গাড়ি
সোমবার, ১৫ মে ২০১৭



---ভোলাবাণী:অ্যালফাবেট এর স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েমো নতুন স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি উন্নয়নে রাইড শেয়ারিং সেবা লিফট এর সাথে কাজ করবে। প্রতিষ্ঠান দুটি ১৪ মে রোববার অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছে বলে ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ওয়েমো এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা নতুন স্বচালিত পণ্যের জন্য লিফটের সাথে কাজ করার অপেক্ষায় আছি, আর এই পণ্যগুলো আমাদের রাস্তাগুলিকে নিরাপদ করে তুলবে এবং পরিবহন আরও সহজতর করতে পারবে।’ দুই প্রতিষ্ঠানের এই অংশীদারিত্বের পরিকল্পনা শুরু হয় গত গ্রীষ্মে। সে সময় নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, লিফট এর প্রতিষ্ঠাতা লোগান গ্রিন এবং জন জিমার ওয়েমো’র প্রধান নির্বাহীর সাথে সাক্ষাৎ করেছিলেন। আর বলা হচ্ছে সে সময়ের ওই সাক্ষাৎই আজকের এই অংশীদারিত্বের ঘোষণা।

এর আগে লিফটের সহ প্রতিষ্ঠাতা জিমার বেশ কয়েকবার বলেছেন, ২০২১ সাল নাগাদ তাদের স্বচালিত গাড়ি রাস্তায় থাকবে। তবে তিনি এও জানিয়েছেন, লিফটের নিজস্ব স্বচালিত যান ডেভেলপ করার কোনো পরিকল্পনা নেই।

সূত্র: দ্য ভার্জ

বাংলাদেশ সময়: ১৯:২০:১৭   ২৩৫ বার পঠিত  |