মোঃ ছালিাহউদ্দিন, (মনপুরা সংবাদদাতা) ভোলাবাণী: মনপুরায় হঠাত কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সোমবার সকাল ৯ টায় হাজীর হাট ইউনিয়নের লতিফ ভূইয়া বাড়ী সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় ৬জন জেলেসহ ১টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা সকল লোকজন সাতরিয়ে উপরে উঠেছে।
তবে ট্রলারে থাকা সকল ইলিশ জাল নদীতে পড়ে নষ্ট হয়ে গেছে। ট্রলারের সকল মালামাল মেঘনায় ভেসে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।
সরজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়তদার নিজামউদ্দিন হাওলাদারের গধিঘরের ইব্রাহীম মাঝি প্রতিদিনকার ন্যায় ইলিশ মাছ ধরার জন্য মেঘনায় যাওয়ার প্রস্তুতি নিলে হঠাত পশ্চিম দিক থেকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। মেঘনার তীরের কাছাকাছি লংগর করে থাকা অবস্থায় ট্রলারটি কালবৈশাখী ঝড়ে কিছু বুঝে ওঠার আগেই উল্টে যায়।
ট্রলারে থাকা মাঝি ও জেলেরা সাতরিয়ে তীরে উঠে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে হাজির হাট মৎস্যঘাটে আসলে স্থানীয় লোকজন ট্রলারটি উদ্ধার করে । পরে ট্রলারের মালিক ইব্রাহিম মাঝি ট্রলারটি তার জিম্মায় নিয়ে আসে। তবে ট্রলারে থাকা সকল ইলিশ জাল উদ্ধার করা সম্ভব হয়নি। ইলিশ জালের ব্যাপক ক্ষতি হয়েছে। ট্রলারে থাকা অন্যকোন মালামাল পাওয়া যায়নি।
এবিষয়ে ইব্রাহীম মাঝি বলেন, আমরা ইলিশ মাছ ধরার জন্য নদীতে লংগর করে মেঘনায় অপেক্ষা করছি। হঠাত কালবৈশাখী ঝড়ে আমাদের ট্রলারটি উল্টে মেঘনায় ডুবে যায়। আমরা সাতরিয়ে উপরে উঠে আসি। ঝড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ।
বাংলাদেশ সময়: ১২:২৩:৫৪ ১৩১৬ বার পঠিত |