পর্দার আড়ালের নায়ক-মাহমুদউল্লাহ

প্রথম পাতা » খেলাধূলা » পর্দার আড়ালের নায়ক-মাহমুদউল্লাহ
শনিবার, ১৩ মে ২০১৭



---ভোলাবাণী: বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৩.১৯ গড়ে ২৯২১ রান রয়েছে তার। প্রয়োজন ৭৯ রান। এই রান করতে রিয়াদ খেলেছেন ১৩৮ ম্যাচ।

কলম্বোতে ২০০৭ সালে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে। শ্রীলঙ্কাকে ১৯৬ রানে বেঁধে ফেলেছিলো বাংলাদেশ। সহজ জয়টাও নিতে পারেনি মোহাম্মদ আশরাফুলের বাংলাদেশ। ১৫৭ রানে গুটিয়ে গিয়ে হারের চিরচেনা ব্যথাটা কাঁধে নিয়ে ফেরেন সাকিব-তামিমরা। সেই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির নাম ‘মাহমুদউল্লাহ রিয়াদ’।

আশরাফুলের অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিয়াদের। একদিনের ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে সুযোগ পান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দল হারলেও সাত নম্বরে নেমে ৩৬ রানের ইনিংস খেলেন। তামিমের ৫৪ রানের পর ওটা ছিলো বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ।

সেই থেকে শুরু বাংলাদেশের ‘পর্দার আড়ালের নায়ক’ দলের হয়ে প্রয়োজনের সময় উঠেপড়ে লেগেছেন। ব্যাটিং অলরাউন্ডার হয়ে কখনও ব্যাট হাতে, কখনও বা বল হাতে ঘূর্ণি বোলিংয়ে। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি রয়েছে তার। সর্বোচ্চ ১২৮, নিউজিল্যান্ডের বিপক্ষে। রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি। বল হাতেও কম যান না। ঝুলিতে ভরেছেন ৭০ উইকেট।

বংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবার উপরে রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৬৬ ম্যাচে তার সংগ্রহ মোট ৫৩১৫ রান। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিব করেছেন ৪৭৯০ রান। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের অবস্থান তিন নম্বরে। ১৬৯ ম্যাচে তার মোট রান ৪১৩২ রান। চতুর্থ সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার রান ১৭৫ ম্যাচে ৩৪৬৮। রিয়াদ পঞ্চম। তার পরেই রয়েছেন একসময়ের নিয়মিত ওপেনার শাহরিয়ার নাফীস। মাত্র ৭৫ ম্যাচ খেলে ২২০১ রান সংগ্রহ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪৮   ৩৬৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত

আর্কাইভ