হ্যান্ডকাপ রেখে আসামীর পলায়ন; চরফ্যাশনে ৩ কোর্ট পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম পাতা » চরফ্যাশন » হ্যান্ডকাপ রেখে আসামীর পলায়ন; চরফ্যাশনে ৩ কোর্ট পুলিশ সাময়িক বরখাস্ত
শুক্রবার, ১২ মে ২০১৭



 

---

মিজান নয়ন, (চরফ্যাশন ব্যুরো) ভোলাবাণী: চরফ্যাশনে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতারের পর আদালতে হাজিরা শেষে বাস যোগে ভোলা জেল হাজতে নেয়ার সময় পুলিশের হ্যান্ডকাপ রেখে পালিয়েছে ঐ আসামী। বৃহস্পতিবার ভোলা বাসস্টান্ড এলাকায় এ ঘটনার পর ভোলা মডেল থানায় মামলা হয়েছে। চরফ্যাশন কোর্ট সিএসআই মো.শাখাওয়াত হোসেন বাদী হয়ে পলায়নকারী আসামী রফিকুল ইসলাম’র বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

এদিকে পুলিশের হাত থেকে আসামী পালানোর ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে চরফ্যাশন কোর্টের ৩ পুলিশকে সাময়িক বরখাস্ত করে ভোলা পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে জানাগেছে। পুলিশ সদস্যরা হলেন- এটিএসআই আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও আবদুল জব্বার।

কোর্ট সিএসআই মো.শাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশন সিনিয়র সহকারি জজ আদালতের পারিবারিক মামলা নং ০৯/১২’র আসামী চরশশীভুষণ এলাকার নুরুল ইসলামের পুত্র মো.রফিকুল ইসলাম দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত।

বৃহস্পতিবার শশীভূষণ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। চরফ্যাশন কোর্টের হাবিলদার আবদুল বারেক, কনস্টেবল বাহাদুর ও পুলিশ আবদুল জব্বার যাত্রী বাহি বাস যোগে আসামীকে নিয়ে ভোলা বাসষ্টান্ডে পৌছলে কৌশলে হ্যান্ডকাপ খুলে আসামী রফিকুল ইসলাম পালিয়ে যায়।

ভোলা জেলা পুলিশ সুপার মো.মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়িত্ব অবহেলায় ৩পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে রাখা হয়েছে।
চরফ্যাশনে সাব জেল স্থাপনের দাবী সচেতন মহলের।

চরফ্যাশন সিনিয়র সহকারি জজ, যুগ্ন জজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদের জামিন নামঞ্জুর হওয়ার পর আসামীদের নিয়ে দীর্ঘ ৭৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাত্রী বাহি বাস যোগে ভোলা জেল হাজতে আসামী নিয়ে যেতে হয় পুলিশকে। যা পুলিশের জন্য ঝুঁকি পুর্ন। আসামী নিয়ে ভোলা জেল হাজতে যাওয়ার সময় পুলিশের হাত থেকে আসামী পলায়নের পর চরফ্যাশনে একটি সাব জেল স্থাপনের দাবী উঠেছে সচেতন মহল থেকে।

বাংলাদেশ সময়: ২২:০০:১৪   ৪০৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
চরফ্যাশনে পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে জ্বালানি তেল
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
চরফ্যাশনে স্বামীর প্রহার থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আহত-৩
চরফ্যাশনে ঈদের আগে পাকা ঘর পেলেন ভূমিহীন ৩৭০ পরিবার
চরফ্যাশনে ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চরফ্যাশনে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

আর্কাইভ