দুলারহাটের ‘চেইঞ্জ দ্যা সোসাইটি সংগঠনে’র কল্যাণমূখী কাজে বদলে যাচ্ছে সমাজ

প্রথম পাতা » চরফ্যাশন » দুলারহাটের ‘চেইঞ্জ দ্যা সোসাইটি সংগঠনে’র কল্যাণমূখী কাজে বদলে যাচ্ছে সমাজ
বুধবার, ১০ মে ২০১৭



 

---

সিহাব উদ্দিন, (দুলারহাট প্রতিনিধি) ভোলাবাণী: ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটের ২০ তরুণের প্রাণের সংগঠন চেইঞ্জ দ্যা সোসাইটির নানাবিধ জন কল্যাণমূখী কাজে বদলে যাচ্ছে সমাজ।

দিন,মাস,বছর ও কালের পরিক্রমায় সমাজ তার নিজস্ব অঙ্গিকে বদলাতে সক্ষম।

বর্তমান সময়ে যখন সমাজের নেতিবাচক কর্মক্রিয়ার মাধ্যমে সমাজ তার ভারসাম্য হারিয়ে অস্থিরতার মগ্ন। তখনই ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট এলাকায় জনাব চৌধুরী নাজমুল হোসাইনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একঝাক উদীয়মান তরুনদের সমন্বয়ে কল্যানমূখী সংগঠন চেইঞ্জ দ্যা সোসাইটি যার বাংলা অর্থ হলো সমাজকে বদলে দাও।

বিগত ১২-২০১৪ সালে প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব চৌধুরী নাজমুল হোসাইন এবং রাকিন,আরিফ,রাসেল,মঞ্জু,সোহাগ, ফরহাদ সহ ২০ জন উদ্যমী সদস্য নিয়ে গঠিত হয়।

উক্ত সংগঠন সম্পূর্ণ নিজস্ব সদস্যদের অর্থায়নে মানুষের কল্যানের জন্য এ সংগঠনটি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে অবহেলিত ও নদী বেষ্টিত কচুয়ার চরে শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক বিতরন করে উক্ত সংগঠনটি ব্যাপক আলোরন সৃষ্টি করেছেন।

এছাড়াও সংগঠনের কর্মীরা সমাজে জঙ্গী,মাদক ও বাল্য বিয়ে বন্ধের নানাবিধ কর্মসূচি পালন করেন। সমাজে কোন অসহায় পরিবার তাদের বিবাহের উপযুক্ত মেয়েকে টাকার অভাবে বিয়ে দিতে না পারলে চেইঞ্জ দ্যা সোসাইটির কর্মীরা তাদের সকলের অর্থায়নে ঐ পরিবারের পাশে দাঁড়ান।

 

---

এছাড়া তাদের উপদেষ্টা চৌধুরী নাজমুল হোসাইন জানান প্রতিবারের মতো এবার ঈদে চেইঞ্জ দ্যা সোসাইটি অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেমাই, চিনি,দুধ ইত্যাদি বিতরন করবে।

তিনি আরো বলেন এ সগঠনের উপদেষ্টা মন্ডলীর নতুন সদস্য জনাব আব্দুস সামাদ শিবলু দেশের বাহিরে থাকায় উক্ত অনুষ্ঠানে থাকতে পারবেনা।

তিনি জানান ২৫-২৯ রমজানের মধ্যে এ অনুষ্ঠানটি শুরু হবে।এ সংগঠনের প্রতিটি সদস্য কারো চাকরি,কারো টিফিনের টাকা বাঁচিয়ে আজ জন কল্যানে উদ্বুদ্ধ।

এরা আজ মহান ব্রতে বলীয়ান হয়ে আত্মতৃপ্ত হতে চায়।সমাজকে বদলে দিতে চায় মানব কল্যানের মাধ্যমে। তাই এই সংগঠনটি হয়ে উঠছে যুব-সমাজের প্রানের সংগঠন। তাই তারা সকলের ভালবাসা ও সহযোগিতার প্রত্যাশী। যা হবে কল্যানের তরে,মানুষের মঙ্গলের তরে।

বাংলাদেশ সময়: ১৪:০৫:২৭   ৫৩৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


আপনাদের জন্যই দেশের প্রতিটা মানুষ খাবার পাচ্ছি —-ইউএনও রাসনা শারমিন মিথি
চরফ্যাশনে হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাঃসম্পাদকের বিরুদ্ধে চাদাঁবাজি ও জোড় পূর্বক গাছ কাটার অভিযোগ
কৃষি পরিসেবা কমিটিতে কৃষক দলের প্রতিনিধি মনোনয়নের দাবীতে স্মারক লিপি
কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবী
চরফ্যাশনে কৃষকের মাঝে ফল গাছের চারা, বীজ ও সার বিতরন
নবাগত নির্বাহী কর্মকর্তাকে চরফ্যাশন প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চরফ্যাশনে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে চরফ্যাশনে স্বরণ সভা
স্বজনদের বাড়িতে আশ্রিত ২০ পরিবারচরফ্যাশনে প্রভাবশালীরা ভেঙ্গে নিচ্ছেন আদর্শ গ্রামের ঘর

আর্কাইভ