বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে সেবা পৌঁছে দিয়ে প্রশংসা কুড়িয়েছে

প্রথম পাতা » জাতীয় » বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে সেবা পৌঁছে দিয়ে প্রশংসা কুড়িয়েছে
সোমবার, ৮ মে ২০১৭



---

ভোলাবাণী: দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও বিপন্ন মানুষের সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেবা কার্যক্রম উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে দুর্যোগকালীন অসহায় ও দুঃস্থ মানুষের কাছে তাদের সেবা পৌঁছে দিয়ে দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে। দেশের দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের সক্ষমতা অর্জনে এ সংগঠনটি যেসব কর্মসূচি গ্রহণ করেছে তা দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ (৮ মে, সোমবার) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মানবসেবার এক অনন্য হিতৈষী প্রতিষ্ঠান। যুদ্ধে আহতদের সেবার মহানব্রত নিয়ে হেনরি ডুন্যান্ট কর্তৃক ১৮৬৩ সালে গঠিত এ সংগঠনটি আজ সারাবিশ্বে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যুদ্ধ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে অসহায় মানুষের দ্রুত চিকিৎসা সেবাসহ তাদের বেঁচে থাকার মৌলিক উপকরণ সরবরাহ করে এ সংগঠনটি মানবসেবার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তা খুবই প্রশংসনীয়। আমাদের মুক্তিযুদ্ধকালীন এবং সদ্যস্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশে এ সংগঠনটি যুদ্ধাহত মানুষের পাশে থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৪৫   ১৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী
১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ