মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১২ আহত ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১২ আহত ॥
বুধবার, ৬ মার্চ ২০২৪



মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।।মনপুরা প্রতিনিধি॥

মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারনাকে কেন্দ্র করে দুই ই্উপি মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নির্বাচনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষেকালে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটার আঘাতে ইউপি প্রার্থী ও পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। ইউপি মেম্বার প্রার্থী খোরশেদ আলম ও বাদল হাওলাদারের সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মনপুরা থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মনপুরা সংঘর্ষের ঘটনায় পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছেন।

মঙ্গলবার (০৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার রামনেওয়াজ বাজারে এই সংঘর্ষেও ঘটনা ঘটে।
পরে মনপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই সময় ইউপি সদস্য প্রার্থীসহ ৬ জন সমর্থক আহত হয়। পরবর্তীতে সংঘর্ষের জেরে বুধবার সকাল ১০টায় আবারো দুপক্ষের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আরও ৬ জন আহত হয়।
আহতরা হলেন, পুলিশ সদস্য এ.এস আই ফিরোজ, ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম(৬০),আব্দুর রহিম(৩৬),মোঃ সোহাগ(২২),মোঃ ফারুক(২৮),মোঃ জাফর(৪০),মঞ্জু(৩৫),শিপন(৪২),মোঃ রাকিব(২৭),বাবুল(৪৫),নাইম(৩০)ও বাদশা(৩৫)।
সংঘর্ষের ঘটনায় বর্তমানে নির্বাচনী এলাকা ১নং মনপুরা ইউনিয়নে থম থমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় ফের বড় ধরনের সংঘর্ষের আশংকায় আতংকিত রয়েছেন এলাকাবাসী।
আহতদের মনপুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিাস্থতি নিয়ন্ত্রনে আনেন। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৫   ১০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ