মনপুরায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্থ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্থ
মঙ্গলবার, ২ মে ২০১৭



---

মনপুরা সংবাদদাতা, ভোলাবাণী: ভোলার মনপুরায় কালবৈশাখী ঝড়ে মঙ্গলবার মধ্যরাতে সরকারী ডিগ্রী কলেজর একমাত্র ছাত্রাবাসটি সম্পুর্ন বিধ্বস্ত হয়ে গেছে। প্রচন্ড বাতাসে ছাত্রাবাসটি মাটির সাথে মিসে যায়। এসময় ছাত্রাবাসে থাকা শিক্ষক ও ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়। আহতরা মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঝড়ে বিধ্বস্ত ছাত্রাবাসের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে হঠাৎ করেই ঝড় শুরু হয়। এত ১৯০ ফুট দৈর্ঘ ও ২১ ফুট প্রসস্ত আধা-পাকা টিনের ছাত্রাবাসের ১০টি কক্ষ সম্পুর্ন ভেঙ্গে দুমড়ে মুচড়ে পড়ে যায়। গাছের সাথে টিনের চালা আটকে থাকতে দেখা গেছে। বৃষ্টির পানি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রাবাসের টেবিল-চেয়ার, বই-পুস্তকসহ বিছানা। এমনকি ঝড়ের তান্ডব শেষে অনেকের নগদ টাকা, মোবাইল, বই খুজে পাওয়া যায়নি। এতে শিক্ষক ও ছাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ রসায়ন বিভাগের প্রভাষক প্রবীর কুমার মুখার্জী, ছাত্ররা হলেন মোঃ হৃদয়, পার্থ সারথী ঘোষাল, মোঃ হাবিবুল বাশার, কালু মজুমদার, শিপন চন্দ্র দাস, ঠাকুর চন্দ্র দাস, শিমুল চন্দ্র দাস, সজল চন্দ্র দাস ও প্রসাদ চন্দ্র দাস।

মনপুরা সরকারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঘটনা শুনা মাত্রই আমি বিধ্বস্ত ছাত্রাবাস পরিদর্শন করেছি। ছাত্রবাসটির অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের থাকার একমাত্র ছাত্রবাসটি যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১২:৫২:৩৯   ৩৫৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা
ভোলা শহরে নেই কোন গণশৌচাগার ॥ জনগনের ভোগান্তি চরমে

আর্কাইভ