হাইকোর্টের আদেশ স্থগিত : নির্বাচনে অংশ নিতে পারবেন না সাদিক আবদুল্লাহ

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাইকোর্টের আদেশ স্থগিত : নির্বাচনে অংশ নিতে পারবেন না সাদিক আবদুল্লাহ
বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩



নিজস্ব প্রতিবেদক।।ভোলাবাণী।। বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না।

নির্বাচনে অংশ নিতে পারবেন না সাদিক আবদুল্লাহ

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অপরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।

সোমবার (১৮ ডিসেম্বর) বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৫ ডিসেম্বর বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

তার আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক। অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে।

বাংলাদেশ সময়: ১১:১৮:২২   ১৩১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বোরহানউদ্দিনে জাতীয় যুব দিবসে বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতখানে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত
সাফ নারী ফাইনাল নেপালকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক
তজুমদ্দিনে ছাত্রদলের লিফলেট বিতরণ ॥
ট্যাক্স না দেয়ায় মার্কেটের সামনে ময়লা ফেলল পৌরসভা!
দেশে হাসিনার ‘ফ্যাসিস্ট’ দলের কোনো স্থান নেই: ড.মুহাম্মদ ইউনূস
জাঁকজমকভাবে ‘৭ নভেম্বর’ পালিত হবেরাষ্ট্রপতি ইস্যুতে অবস্থান পাল্টাবে না বিএনপি
ভোলা বিএনপির আহবায়ক কমিটি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত
ভোলায় বসতি বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

আর্কাইভ